ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টানা পাঁচ সপ্তাহ ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

অর্থনৈতিক প্রতিবেদক
🕐 ১২:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ০২, ২০২১

টানা পাঁচ সপ্তাহ ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

বড় উত্থানে গেল এক সপ্তাহে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণ ২২ হাজার কোটি টাকার ওপরে বেড়ে গেছে। ফলে টানা পাঁচ সপ্তাহের ঊর্ধ্বমুখিতায় শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণ ৫৭ হাজার কোটি টাকার ওপরে বেড়ে গেছে। এ বিনিয়োগ বেড়েছে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমেবড় অঙ্কের বিনিয়োগ বাড়ার পাশাপাশি সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে শেষ সপ্তাহজুড়ে। সেইসঙ্গে সপ্তাহের প্রতিটি কার্যদিবসে মোটা অঙ্কের লেনদেন হয়েছে। ফলে দৈনিক গড় লেনদেনের পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকায় পৌঁছে গেছে। এতে সপ্তাহজুড়েই বিনিয়োগকারীদের মুখে ছিল চওড়া হাসি।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৪৮ হাজার ২৩০ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪ লাখ ২৫ হাজার ৭৯৪ কোটি টাকা। অর্থাৎ, ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২২ হাজার ৪৩৬ কোটি টাকা।

এর মাধ্যমে টানা পাঁচ সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ল ৫৭ হাজার ৬৯৭ কোটি টাকা। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ে ৮ হাজার ৮৪৭ কোটি টাকা। তার আগের সপ্তাহে বাড়ে ৬ হাজার ৩৩০ কোটি টাকা। তার আগের দুই সপ্তাহে বাজার মূলধন বাড়ে ১১ হাজার ৩৩৯ কোটি টাকা এবং ৮ হাজার ৭৪৫ কোটি টাকা। বাজার মূলধন বাড়ার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ বেড়েছে।

এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮৩ দশমিক ৭০ পয়েন্ট বা ৩ দশমিক ৫২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১১০ দশমিক ৩৩ পয়েন্ট বা ২ দশমিক ১৫ শতাংশ। তার আগের তিন সপ্তাহেও সূচকটি বাড়ে। এতে টানা পাঁচ সপ্তাহের উত্থানে ডিএসইর প্রধান সূচকটি ৫৩১ পয়েন্ট বেড়েছে।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি বড় উত্থান হয়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকের। গত সপ্তাহজুড়ে সূচকটি বেড়েছে ৮৭ দশমিক ২৩ পয়েন্ট বা ৪ দশমিক ৬৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৭৮ দশমিক ১২ পয়েন্ট বা ৪ দশমিক ৩৪ শতাংশ। তার আগের তিন সপ্তাহেও সূচকটি বাড়ে। এতে পাঁচ সপ্তাহের টানা উত্থানে সূচকটি বেড়েছে ২৭৪ পয়েন্ট।

 
Electronic Paper