ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইউনাইটেড এয়ার দর পতনের শীর্ষে

অর্থনৈতিক প্রতিবেদক
🕐 ১:০৯ অপরাহ্ণ, আগস্ট ০৯, ২০১৯

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের তালিকার শীর্ষ স্থান দখল করে রয়েছে ইউনাইটেড এয়ারওয়েস (বিডি) লিমিটেড।

এ কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ বা ১০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুযায়ী, ইউনিটটি সর্বশেষ ১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

এদিন ফান্ডটি ১২১ বারে ৫ লাখ ১৬ হাজার ৭৩৪টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ ৯৫ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এমারল্ড ওয়েল লিমিটেড। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১২ শতাংশ বা ১০ পয়সা কমেছে। ফান্ডটির ইউনিট সর্বশেষ ১১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ১৩৮ বারে ১ লাখ ৫৩ হাজার ১১২টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ লাখ ২০ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নর্দার্ন জুট মেন্যুফেকচারিং কোম্পানি লিমিটেড।

 
Electronic Paper