ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নোয়াখালী প্রতিনিধি
🕐 ৩:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১

কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

লকডাউনে কর্মহীন হয়ে পড়া তিন শতাধিক পরিবহন শ্রমিককে নোয়াখালী পৌরসভার উদ্যোগে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ছোলা, পেয়াজ, আলু এবং ১ কেজি করে সয়াবিন তেল দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় পৌরসভা চত্তরে মেয়র শহিদ উল্যাহ খান সোহেল বাস, ট্রাক ও অটোরিকশার চালক, সহকারী ও শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় মেয়র শহিদ উল্যাহ খান সোহেল জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনের ফলে নোয়াখালী পৌর এলাকার শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে তাদেরকে পৌরসভার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। লকডাউন যতদিন থাকবে ততদিন ধাপে ধাপে এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 
Electronic Paper