ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উত্তরায় স্কুলছাত্রকে পেটানোর ঘটনায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪

উত্তরায় স্কুলছাত্রকে পেটানোর ঘটনায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার

রাজধানীর উত্তরায় আবু রায়েক লিখন নামের ৮ম শ্রেণির এক স্কুলছাত্রের উপর কিশোর গ্যাংয়ের অতর্কিত মারধর ও হামলার ঘটনায় আব্দুল্লাহ আহাদ ও তাবরেজুর আহমেদ তাসিন নামের স্থানীয় কিশোর গ্যাং গ্রুপের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৩ এপ্রিল) গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে বারটায় অভিযান চালিয়ে উত্তরা ১৩ ও ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. আব্দুল্লাহ আহাদ সিরাজগঞ্জের শাহজাদপুর থানাধীন গারদাহ দক্ষিণপাড়া গ্রামের মো. গোলজার হোসেনের ছেলে। অপরজন তাবরেজুর আহমেদ তাসিন ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর থানাধীন কৃষ্ণনগর পূর্বপাড়ার শিশু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগী আবু রায়েক লিখনের বাবা মো. মনির হোসেনের দায়ের করা মামলায় আসামিদের উত্তরার ভিন্ন ভিন্ন সেক্টর থেকে গ্রেফতার করা হয়। এর আগে বাদীর ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্র আবু রায়েক লিখনের উপর পূর্বশত্রুতার জের ধরে হামলা চালায় অভিযুক্তরা। এ নিয়ে দৈনিক খোলা কাগজসহ বেশ কয়েকটি পত্রিকায় ‘উত্তরায় স্কুলছাত্রকে পেটাল কিশোর গ্যাং সদস্যরা’ শিরোনামে রিপোর্ট প্রকাশিত হয়। মামলায় গ্রেফতার আব্দুল্লাহ, তাসিনসহ জোবায়ের, সানজিদ, জিৎ এবং অজ্ঞাতনামা আরো এক আসামির নাম উল্লেখ রয়েছে।

পুলিশ সূত্রে জানা জানায়, গ্রেফতারকৃতরা উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনারত অবস্থায় নিজেরা গ্রুপ তৈরি করে দলবদ্ধ হয়ে চলাফেরার পাশাপাশি মারপিট করে মারপিটের সেসব ভিডিও মোবাইলে ধারণ করে স্যোশাল মিডিয়ায় প্রকাশ করার কথা স্বীকার করেছে।

সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান ওই দুই কিশোর অপরাধী গ্রুপের সদস্যকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, থানায় মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা সম্পূর্ণ জিরো টলারেন্স। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

 
Electronic Paper