ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘বঙ্গবন্ধুকন্যা ইমামদের যথাযথ সম্মান দিচ্ছেন’

পিরোজপুর প্রতিনিধি
🕐 ৯:১২ অপরাহ্ণ, নভেম্বর ০৯, ২০২৩

‘বঙ্গবন্ধুকন্যা ইমামদের যথাযথ সম্মান দিচ্ছেন’

পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ইমামদের যথাযথ সম্মান দিচ্ছেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫২ বছর, কখনো দেখিনি কোন সরকার ইমামদের নিয়ে মহাসমাবেশ করেছে। একমাত্র বঙ্গবন্ধুরকন্যা জননেত্রী শেখ হাসিনা ইমামদের নিয়ে মহাসমাবেশ করেছেন। তিনি বাংলাদেশে ৫৭০টি মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করেছেন।

 

আজ বৃহস্পতিবার ভান্ডরিয়া শহরের শেখ কামাল পৌর অডিটরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভান্ডারিয়া উপজেলা শাখার সকল ইমামদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মহিউদ্দিন মহারাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কারণে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। পদ্মাসেতু নির্মান নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিলো। বঙ্গবন্ধু কন্যা আমাদের দেশীয় অর্থে এ সেতু নির্মান করে তিনি ষড়যন্ত্রকারীদের মূখে চুনকালি দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজকে মেট্রোরেল হয়েছে, কর্নফুলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল হয়েছে। পাতাল রেল নির্মাণের উদ্যোগ হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহিউদ্দিন মহারাজ এ সময় বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে হবে। বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিনি আমাদের একটি স্মার্ট বাংলাদেশ উপহার দিবেন। এ সময় তিনি (মহিউদ্দিন মহারাজ)দ্বাদশ সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে আওয়ামীলীগের প্রার্থীতা লাভে ভান্ডারিয়া উপজেলার সকল ইমামদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সভায় সব বক্তা ও ইমামগণ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে মহিউদ্দিন মহারাজকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান।

ইমাম সমিতি ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি মোঃ জাকারিয়া আল কাসেমী সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খসরু জমাদ্দার, মোঃ আবু বক্কর সিদ্দিক মন্টু হাওলাদার, হাফিজুর রশিদ তারেক জমাদ্দার, মোঃ লিয়াকত হোসেন তালুকদার, ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মৃধা, ইউপি চেয়ারম্যান যথাক্রমে ছিদ্দিকুর রহমান টুলু, মোঃ মজিবুর রহমান চৌধুরী, খান এনামুল করিম পান্না, মোঃ শামসুদ্দিন হাওলাদার, মোঃ মেজবাহ উদ্দিন আরিফ।

 
Electronic Paper