ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলো বিএনপি নেতা
সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
🕐 ৯:০০ অপরাহ্ণ, মে ২৪, ২০২৩

ছাত্রলীগের রাজনীতি করায় ছেলে আলিফ মাহমুদ রুদ্রকে ত্যাজ্য ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা রাসেল মোল্লার দেয়া পোস্টকে ঘিরে কলাপাড়া জুড়ে আলোচনা-সমালোচনা চলছে। মঙ্গলবার বিকাল ৩ টার দিকে ছেলে রুদ্রর ছবি সংবলিত এমন পোস্ট দিয়েছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল মোল্লা।
জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া বাসীন্দা বিএনপি নেতা ও গণমাধ্যমকর্মী রাসেল মোল্লা তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন,‘ আমার ছেলে আলিফ মাহমুদ রুদ্র, সে আমার সিদ্ধান্ত উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হওয়ার কারণে তাকে আমার পরিবারের থেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করলাম। আজ থেকে আমার পরিবারের কোন সদস্যদের সাথে তার কোন সম্পর্ক নাই।’ পরে পোস্টটি বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়।
স্থাণীয়রা জানিয়েছেন, আলিফ মাহমুদ রুদ্র কলাপাড়া পৌর ছাত্রলীগের ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি। রুদ্র এবছর খেপুপাড়া ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজী থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছে।
আলিফ রুদ্র বলেন,‘ আমার বঙ্গবন্ধুকে ভালো লাগে। তাই অনেক আগে থেকেই ছাত্রলীগের রাজনীতি করি।
এ ব্যাপারে রাসেল মোল্লা জানিয়েছেন, ছেলে রুদ্র তার পরিবারের কোন কথাবার্তা শোনে না। বাধ্য হয়ে তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
