বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      
দেশজুড়ে
পর্যটন নগরী শ্রীমঙ্গলে যানজটে চরম ভোগান্তি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:১৭ পিএম
হবিগঞ্জ রোড ভূমি অফিসের সামনে থেকে। ছবি: প্রতিনিধি

হবিগঞ্জ রোড ভূমি অফিসের সামনে থেকে। ছবি: প্রতিনিধি

পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরের যানজট পরিস্থিতি দিন দিন আরো জটিল হয়ে উঠেছে, যা শহরবাসীকে চরম ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছে। 

বুধবার (১২ মার্চ) সরেজমিনে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড ভূমি অফিসের সামনে থেকে চৌমুহনা পর্যন্ত দীর্ঘ যানজট দেখা যায়। একই চিত্র সেন্ট্রাল রোড, পোস্ট অফিস রোড, স্টেশন রোড, মৌলভীবাজার রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কেও। এসব যানজট একদিনের নয়, প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।

প্রতিদিন শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের কারণে অনেক সময় সাধারণ মানুষ, অ্যাম্বুলেন্সের রোগী, শিক্ষার্থী এবং চাকরিজীবীরা ভোগান্তিতে পড়ছেন। শহরের বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ দোকান, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ রিকশা ও টমটমের দৌরাত্ম্য এবং ট্রাফিক ব্যবস্থাপনার অভাব শহরের যানজটের মূল কারণ।

শহরের বাসিন্দাদের মতে, সড়কের দুই পাশের ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং অবৈধভাবে চলাচল করা রিকশা, টমটমসহ অন্যান্য যানবাহনকে নিয়ন্ত্রণ না করা প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম। বিশেষ করে শহরের সেন্ট্রাল রোড, পোস্ট অফিস রোড এবং পুরান বাজার এলাকায় অবৈধ মালবাহী যানবাহন চলাচলের কারণে যানজট আরও প্রকট হয়ে উঠেছে।

শহরের বিভিন্ন স্থান থেকে আসা বাসিন্দারা জানান, প্রায় প্রতিদিনই তাঁরা যানজটের কবলে পড়েন। মৌলভীবাজার রোডের বাসিন্দা মাখন সবর বলেন, ‘গতকাল কালিঘাট রোড থেকে মৌলভীবাজার রোড পর্যন্ত আসতে এক ঘণ্টা সময় লেগেছে।’ 

ব্যবসায়ী সোলাইমান বলেন, ‘অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশার কারণে যানজট অনেক বেড়ে গেছে। এখন প্রতিটি মোড়ে আটকে থাকতে হয়।’

এ ব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জালাল উদ্দিন ভুইয়া জানান, ‘তারা সাধ্যমতো যানজট নিরসনে কাজ করছে, কিন্তু এককভাবে এটি সমাধান করা সম্ভব নয়। সড়কগুলোতে অবৈধ রিকশা এবং টমটম নিয়ন্ত্রণে তারা নিয়মিত অভিযান পরিচালনা করলেও সমস্যা পুরোপুরি সমাধান হয়নি।’

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘ফুটপাত দখলমুক্ত করার জন্য তারা নিয়মিত উচ্ছেদ অভিযান চালাচ্ছেন। তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব প্রধান বলে তিনি উল্লেখ করেন।’

এদিকে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন জানায়, শহরের যানজট নিরসনে সম্প্রতি শ্রীমঙ্গলে বাইপাস সড়ক নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। ৬ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই বাইপাস সড়কটি শ্রীমঙ্গলে যানজট মুক্তি আনবে বলে আশা করা হচ্ছে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন বলেন, বাইপাস সড়ক নির্মাণের মাধ্যমে শহরের যানজটের অবস্থা অনেক উন্নত হবে এবং পর্যটকদের চলাচলও সহজ হবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  পর্যটন নগরী   শ্রীমঙ্গল   ভোগান্তি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ
জাকসু নির্বাচনে শিবিরের নেতৃত্বে প্যানেল ঘোষণা
ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
বিদ্যুতের তার যেন চড়ুই পাখির অভয়াশ্রম

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close