শনিবার, ২৩ আগস্ট ২০২৫,
৮ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৩ আগস্ট ২০২৫
শিরোনাম: সরকারের উদাসীনতায় থামছে না মব সন্ত্রাস      ‘মৌলবাদ’ নিয়ে উত্তপ্ত রাজনীতি      শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা      কুমিল্লায় লরির নিচে চাপা পড়ে একই পরিবারের ৪ জন নিহত      ড. ইউনূসের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ      ইসরাইলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরো ৭০ ফিলিস্তিনি নিহত      ফের পিএস বিতর্কে আসিফ      
আন্তর্জাতিক
অবৈধভাবে ইসরায়েলে প্রবেশকালে গুলিতে নিহত ভারতীয় নাগরিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৫:০৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজেদের  ভারতীয় এক নাগরিককে গুলি করে হত্যা করেছে জর্ডানের সৈন্যরা। নিহত ওই ভারতীয় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে জর্ডান থেকে ইসরায়েলে যাচ্ছিলেন। গত ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, অবৈধভাবে ইসরায়েলে প্রবেশ করার চেষ্টা করার সময় জর্ডানের সৈন্যদের গুলিতে একজন ভারতীয় ব্যক্তি নিহত হয়েছেন বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। নিহত ওই ব্যক্তির নাম থমাস গ্যাব্রিয়েল পেরেরা। তিনি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার থুম্বার বাসিন্দা। গত ১০ ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

রোববার জর্ডানে অবস্থিত ভারতীয় দূতাবাস বলেছে, তারা “দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে একজন ভারতীয় নাগরিকের দুঃখজনক মৃত্যুর ঘটনা” সম্পর্কে জানতে পেরেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস দাবি করেছে, “দূতাবাস মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করছে এবং মৃত ব্যক্তির মৃতদেহ দেশে ফেরত পাঠানোর জন্য জর্ডান কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।”

এনডিটিভি বলছে, ৪৭ বছর বয়সী পেরেরা ভিজিটর ভিসায় জর্ডানে যাওয়ার পর ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেছিলেন। তার আত্মীয় এডিসন, মেনামকুলামের বাসিন্দা, তিনিও ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেছিলেন। জর্ডানের সৈন্যদের হাতে তিনিও গুলিবিদ্ধ হন কিন্তু বেঁচে যান। চিকিৎসা শেষে তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা এবং অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েল-হামাস যুদ্ধের পটভূমিতে জর্ডান সীমান্তে গুলিতে ভারতীয় নাগরিকের প্রাণহানির এই ঘটনাটি ঘটেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মৎস্যজীবী সম্প্রদায়ের সদস্য থমাস এবং এডিসন দুজনেই পেশায় রিকশাচালক ছিলেন। গত ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ তারা পর্যটক ভিসা নিয়ে কাজের সন্ধানে জর্ডানে গিয়েছিলেন। সঙ্গে আরো তিনজন ছিলেন। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর বৈধ অনুমতিপত্র ছাড়াই তারা ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেন এবং সেসময় জর্ডানের সৈন্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

কেকে/এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সরকারের উদাসীনতায় থামছে না মব সন্ত্রাস
‘মৌলবাদ’ নিয়ে উত্তপ্ত রাজনীতি
গাছ কাটার প্রতিবাদে বৃদ্ধকে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
মাগুরার মহম্মদপুরে বিএনপির পথসভা
ফেন্সিডিলকাণ্ডে অভিযুক্ত এসআই কামালকে পুলিশ লাইনে সংযুক্ত

সর্বাধিক পঠিত

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ উদ্ধার
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেফতার ২
কুমিল্লায় লরির নিচে চাপা পড়ে একই পরিবারের ৪ জন নিহত
ফেন্সিডিলকাণ্ডে অভিযুক্ত এসআই কামালকে পুলিশ লাইনে সংযুক্ত
সবজির দাম গরিবের নাগালের বাইরে, ডিমের ডজন ১৫৫

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close