বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      
খেলাধুলা
হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। এ গ্রুপের প্রথম ম্যাচে শুভমান গিলের অপরাজিত সেঞ্চুরিতে হেসেখেলে জয় তুলে নিয়েছে ভারত। বাংলাদেশের দেওয়া টার্গেট ৬ উইকেট ও ২১ বল বাকি থাকতেই টপকে যায় ভারত।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারদের ব্যর্থতায় তাওহিদ হৃদয় ও জাকের আলির ১৫৪ রানের পার্টনারশিপে ভারতের সামনে ২২৯ রানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ। তাওহিদ হৃদয় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন এদিন। জবাবে ভারত রোহিত শর্মার ৪১, লোকেশ রাহুলের অপরাজিত ৪১ ও শুভমান গিলের অপরাজিত সেঞ্চুরিতে দুর্দান্ত জয় তুলে নেয় ভারত।

বাংলাদেশের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে ভারতের ওপেনার রোহিত শর্মা শুরুতে কিছুটা ধীরগতিতে খেললেও পরে আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন। শুভমান গিলের সঙ্গে গড়া তার জুটি পাওয়ার প্লেতে ওভারপ্রতি প্রায় ৭ রান করে তুলছিল। উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলে ভারত। দশম ওভারে রোহিত শর্মাকে রিশাহ হোসেনের ক্যাচ বানিয়ে ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। ৩৬ বলে ৪১ রানে ফেরেন রোহিত।

কোহলিকে বেশিদূর এগোতে দেননি রিশাদ। ৩৮ বলে ২২ রান করে সৌম্য সরকারের হাতে ক্যাচ হন কোহলি। শ্রেয়াস আইয়ারকে ১৭ বলে ১৫ রানে বেঁধে ফেলেন মোস্তাফিজুর রহমান। এরপর অক্ষর প্যাটেলকে (১২ বলে ৮) দ্রুত তুলে নেন রিশাদ। ১৪৪ রানে ভারত ৪ উইকেট হারিয়ে ফেললে ম্যাচ কিছুটা জমে ওঠে।

এরপর পঞ্চম উইকেটে ৮৭ রানের অপরাজিত জুটি করে দল জিতিয়ে মাঠ ছাড়েন গিল ও লোকেশ রাহুল। ১২৯ বলে ১০১ রানে (৯ চার ২ ছক্কা) অপরাজিত থাকেন গিল। ৪৭ বলে ৪১ রান নিয়ে উইকেটে ছিলেন রাহুল।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৩৫ রানেই ৫ উইকেটে হারিয়ে ফেলে তারা। আসা-যাওয়ার মিছিলে যুক্ত হন ওপেনার সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, ওপেনার তানজিদ তামিম ও মুশফিকুর রহিম। পাওয়ার প্লেতে রান হয় মাত্র ৩৯।

৫ বল খেলে কোনো রান করে ইনিংসের প্রথম ওভারে মোহাম্মদ শামির বলে উইকেটের পেছনে লোকেশ রাহুলের হাতে ক্যাচ হন সৌম্য।

হর্ষিত রানার পরের ওভারে শর্ট কভারে কোহলিকে সহজ ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনিও রানের খাতা খুলতে পারেননি।

তৃতীয় উইকেটে মিরাজকে নিয়ে কিছুটা স্থির হওয়ার চেষ্টা করেন তানজিদ। কিন্তু ২৪ রানের জুটি ভাঙে মিরাজ ১০ বলে ৫ রান করে আউট হলে। শামির বলে শুবমান গিলের হাতে ক্যাচ হন মিরাজ।

নবম ওভারে টানা দুই বলে দুই উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল। দ্বিতীয় বলে তানজিদ ও তৃতীয় বলে নতুন ব্যাটার মুশফিককে তুলে নেন তিনি। ২৫ বলে ২৫ রান করে উইকেটের পেছনে ক্যাচ হন তানজিদ। আর গোল্ডেন ডাক (১ বলে ০) মারেন মুশফিক। তিনিও বিহাইন্ড দ্য উইকেটে রাহুলের হাতে ধরা পড়েন।

এরপরই ষষ্ঠ উইকেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড গড়া জুটি করেন জাকের ও হৃদয়। এই পজিশনে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার মার্ক বোচার ও জাস্টিন কেম্পের ১৩১ রানের রেকর্ড ভেঙে ১৫৪ রানের জুটি করেন তারা। দুজনই হাঁকান ফিফটি। ১১৪ বলে

৪৩তম ওভারে জাকের আউট হলে রেকর্ড গড়া জুটিটি ভাঙে। ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে উড়িয়ে মারতে গিয়ে কোহলির হাতে ক্যাচ হন ডানহাতি টাইগার ব্যাটার। তার আগে ১১৪ বলে চার বাউন্ডারিতে ৬৮ রান করেন জাকের।

২টি ছক্কা হাঁকিয়ে রানের গতি বাড়িয়ে দেন রিশাদ হোসেন। ১২ বলে ১৮ রান করে হর্ষিতের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ হন তিনি।

লোওয়ার অর্ডারদের অপরপ্রান্তে দাঁড় করিয়ে বীরের মতো লড়াই করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুুরি পূর্ণ করেন হৃদয়। ১১৪ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। এরপর আরও ৪ বল খেললেও কোনো রান যোগ না করেই শামির বলে আউট হন আহত হৃদয়। অর্থাৎ ১১৮ বলে ১০০ রান করেন তিনি।

ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। হর্ষিত রানা ৩১ বলে ৩ ও অক্ষর প্যাটেল ৪৩ রানে ২ উইকেট শিকার করেন। বাংলাদেশের হয়ে ৩৮ রানে ২ উইকেট দখল করেন রিশাদ হোসেন। ১টি করে উইকেট নেন তাসকিন ও মোস্তাফিজ।

কেকে/এজে

আরও সংবাদ   বিষয়:  চ্যাম্পিয়নস ট্রফি   বাংলাদেশ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিদ্যুতের তার যেন চড়ুই পাখির অভয়াশ্রম
রূপায়ণ সিটি ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতির সংস্কার’
নীলফামারীতে বালিকাদের ফুটবল খেলা অনুষ্ঠিত
সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close