বুধবার, ২১ মে ২০২৫,
৭ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলা English

বুধবার, ২১ মে ২০২৫
শিরোনাম: বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছে পাকিস্তান, বাদ বাবর-রিজওয়ান-আফ্রিদি      পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে অব্যাহতি      ইসরায়েল অসভ্য রাষ্ট্রে পরিণত হচ্ছে: ইসরায়েলের বিরোধীদলীয় নেতা      ইসি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির      আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক      আগামী বাজেটে মহার্ঘ ভাতা ঘোষণা হবে: অর্থ উপদেষ্টা      ৪৪ আওয়ামী দোসর আমলারাদের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য      
জাতীয়
করের আওতায় আসছেন গ্রামাঞ্চলের চিকিৎসক-ব্যবসায়ীরা: অর্থ উপদেষ্টা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৪ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যারা কর দেওয়ার মতো আয় করছেন, সবার কাছে কর আদায়ের জন্য তালিকা করে দেওয়ার পাশাপাশি তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। করের আওতায় আসবে জেলা, উপজেলা এবং গ্রাম অঞ্চলের ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবীর মতো সরকারি-বেসরকারি কর্মজীবীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত দ্বিতীয় অধিবেশন শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, গ্রামে অনেকে অনেক আয় করছে বলে ডিসিরা জানিয়েছেন। তারা কিন্তু কর দিচ্ছেন না। আমরা এখন কর সংগ্রহ বাড়িয়ে রাজস্ব বাড়াতে চাই। এ বিষয়ে এনবিআর এখন উদ্যোগ নেবে। তাদের একটি তালিকা ডিসিরা দেবেন।

তিনি বলেন, ব্যবসায়ীরা যে প্রচুর বিক্রি করেন, চিকিৎসক আইনজীবীরা যে ফি নেন, তাদের রশিদ বা ডিজিটাল পেমেন্ট মেথডে এনে তাদেরকেও করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

উপদেষ্টা আরো বলেন, দেশের চিকিৎসক-আইনজীবীরা সরাসরি ক্যাশ ট্রানজেকশন করেন। এ কারণে তাদেরকে করের আওতায় আনা যায় না। চিকিৎসকরা যে ফি নেন তার রিসিট তো কোনো মানুষ নেয় না। এই ফি যদি ডিজিটাল মাধ্যমে দেওয়া হয়, তাহলে কিন্তু তার একটা রেকর্ড থাকে। বিদেশে কিন্তু এগুলো সব রেকর্ডেড৷

এখন তাদের (চিকিৎসক) যে এটেনডেন্ট থাকে ফ্রি কালেকশন করে। তাদের রশিদ দিয়ে ফি নেওয়ার ব্যবস্থা করা দরকার। আইনজীবী বা অন্যান্য পেশার জন্যও এমন ব্যবস্থা করতে হবে।

তিনি আরো বলেন, ডিসিরাই আজ উত্থাপন করেছেন গ্রামাঞ্চলে ব্যবসায়ীরা অনেক আয় করেন। তখন এনবিআর এ বিষয়টি নিয়ে ড্রাইভ দিতে বলেছে৷ আমাদের ট্যাক্সের আওতা না বাড়ালে তো হবে না৷ এমনিতেই তো দাবি থাকে ভ্যাট কমান-ট্যাক্স কমান৷ সুতরাং ভ্যাট-ট্যাক্স সহনীয় পর্যায়ে রেখে ট্যাক্স গ্রহণের পরিধিটা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে৷

প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই ট্যাক্স নেটটা বাড়িয়ে রাজস্ব আরো বিস্তৃত করতে পারি৷ মোটকথা জোর করে করের পরিমাণ না বাড়িয়ে ট্যাক্সের নেট বাড়ানো হবে৷ আমাদের শিল্প প্রতিষ্ঠান আছে ৫০ থেকে ৬০ লাখ কিন্তু কর দেয় মাত্র পাঁচ লাখ৷

এছাড়া এ সম্মেলনে প্রত্যন্ত অঞ্চলের কর্মসংস্থান বাড়াতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের গ্রামে এম্পলয়মেন্টটা বাড়াতে হবে৷ সেখানে বাড়ানো সহজ৷ চায়নাতে গ্রাম্য শিল্পের সঙ্গে গভীর যোগাযোগ৷ চায়নার প্রত্যন্ত একটি গ্রামে তৈরি হওয়া পণ্য আমেরিকার ওয়ালমার্টেও পাবেন৷ অথচ বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চলের এই জিনিসগুলো যোগাযোগের অভাবে উঠে আসে না। যোগাযোগ না থাকলে ব্যালেন্স ডেভলপমেন্টটা করা সম্ভব হবে না।

তিনি বলেন, এছাড়া ডিসিরা যে দুর্গম এলাকা রয়েছেন, সেগুলোতে যোগাযোগ ব্যবস্থা বাড়ানো এবং শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থার কথা বলেছেন। তারা বলেছেন, এসএমই খাতে ছোট উদ্যোক্তা লোন পায় না। সেগুলো আমরা ব্যবস্থা নেবো।

উপদেষ্টা আরো বলেন, সরকারের যেকোনো সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে। মাঠ পর্যায়ের অফিসাররা যদি দক্ষ এবং সেবক হন তাহলে জনগণ যে সেবাটা পান সেটা কার্যকর হয়। আমরা সরকারের সঙ্গে ডিসিদের যোগাযোগ বাড়ানোর কথা বলেছি।

উপদেষ্টা বলেন, গ্রামাঞ্চলে কৃষি কিন্তু এখন একটি বড় সোর্স। সেটা ঠিক না থাকলে আমরা এত মানুষকে খাওয়াতে পারতাম না। সেদিকে নজর দেওয়ার কথা আমরা বলেছি ডিসিদের।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  অর্থ উপদেষ্টা   সালেহউদ্দিন আহমেদ   করের আওতায় চিকিৎসক-ব্যবসায়ী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কালাইয়ে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার
গাজীপুরে হঠাৎ বিএনপির ৮ কমিটি বিলুপ্ত
গ্রাম আদালত সক্রিয়করণে বাধাগ্রস্ত হলে প্রশাসনকে অবগত করার নির্দেশ
বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছে পাকিস্তান, বাদ বাবর-রিজওয়ান-আফ্রিদি
পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে অব্যাহতি

সর্বাধিক পঠিত

এখতিয়ার বহির্ভুত সংবাদ সম্মেলনে ধরাশায়ী উদীচীর বদিউর
ফটিকছড়িতে হেলে পড়া ভবন পরিদর্শনে উপজেলা প্রশাসন
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে : ইঞ্জিনিয়ার শাহরিন
সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা
সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, শৃঙ্খলা ভঙ্গের অপচেষ্টা বরদাশত করা হবে না

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close