বুধবার, ১৫ অক্টোবর ২০২৫,
৩০ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
শিরোনাম: মিরপুরে নিহতের ঘটনায় তারেক রহমানের শোক      মাউশির মহাপরিচালক অধ্যাপক আজাদ ওএসডি      আগামীর স্বপ্নপূরণে মাদরাসার শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে      মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক      মিছিল নিয়ে শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা      মঙ্গলবারের উল্লেখযোগ্য সংবাদ      এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক বেছে নিতে সময় বেঁধে দিল ইসি      
দেশজুড়ে
বান্দরবানে জাল নোট প্রচলন ও প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বান্দরবানে আসন্ন রমজান ও ঈদের বাজার ঘিরে জাল নোট প্রচলন ও প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্দেশনায় জনতা ব্যাংক পিএলসি বান্দরবান শাখার আয়োজনে ও জেলার বিভিন্ন ব্যাংকের সার্বিক সহযোগিতায় সদরের একটি হোটেলের সভাকক্ষে এই জনসচেতনতা বৃদ্ধিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জনতা ব্যাংক পিএলসি বান্দরবান শাখার শাখা ব্যবস্থাপক সুমন কান্তি দে-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে এবং জনতা ব্যাংক পিএলসি কক্সবাজার এরিয়া কার্যালয়ের ডিজিএম ইনচার্জ অলক বড়ুয়া-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান।

এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, এছাড়া আরো বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস বান্দরবানের ডিজিএম খালেদ মুহাম্মদ ফরহাদ, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের অতিরিক্ত পরিচালক দেবপ্রিয় বড়ুয়া, বান্দরবান সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো.হাসেম, বাংলাদেশ কৃষি ব্যাংক বান্দরবান আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোস্তফা এহতেশাম হায়দার মজুমদার এবং রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ন পরিচালক  মিন্টু কুমার বড়ুয়া।

মতবিনিময় সভায় জেলা সদরের সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক,ইউসিবি ব্যাংকসহ ১৭টি ব্যাংকের শাখার ব্যবস্থাপক ,ব্যাবসায়ী, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় বক্তারা জাল নোট প্রচলন ও প্রতিরোধে সবাইকে আরো সচেতন হতে আহ্বান জানান। বক্তারা বলেন, প্রতিবছর রমজান ও ঈদের বাজার শুরু হলে কিছু অসাধুচক্র সারা দেশে জাল নোট ছড়িয়ে সাধারণ জনগণকে বিব্রত করে ক্ষতিগ্রস্থ করে আর এই চক্র প্রতিনিয়ত নিত্য নতুন কৌশল অবলম্বন করে জাল নোট মুদ্রন করে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করছে আর তাদের এই কর্মকাণ্ড রুখতে আমাদের সবাইকে প্রকৃত টাকা ও জাল টাকা  চিনতে হবে।

এ সময় বক্তারা আরো বলেন, ব্যাংক নোটের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে আর এই নোটে বিশেষ ধরনের কাগজ, জলছাপ, নিরাপত্তা সুতা, অন্ধ বিন্দু, মাইক্রো প্রিন্ট, লোকায়িত ছাপ রয়েছে যেগুলো সবাইকে জানতে হবে আর চিনতে হবে আর তাতেই জাল নোট সহজেই ধরা পড়বে।

এ সময় বক্তারা জাল টাকা সস্পর্কে সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান এবং কারো কাছে জাল টাকা পেলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে পরামর্শ দেন।

কেকে/এএস



মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী
নেত্রকোণা-৩ আসনে আলোচনায় রোটারিয়ান নাজমুল
স্বর্ণের ঊর্ধ্বগতি থামছেই না, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৬ হাজার টাকায়
চিরিরবন্দরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল কৃষকের ধান ক্ষেত
বুধবার ১২টার মধ্যে প্রজ্ঞাপন না হলে শাহবাগ ব্লকেড

সর্বাধিক পঠিত

ইলিশ রক্ষার অভিযানে গিয়ে অস্ত্র খোয়ালেন আনসার সদস্য
লালপুরে সরকারি রাস্তার মাটি কাটায় জরিমানা
ইউজিসির সদস্য মনোনীত হওয়ায় সুবিপ্রবি উপাচার্যকে সংবর্ধনা
মদনের কাইটাইল ইউনিয়নে বিএনপির পরিচিতি ও নির্বাচনী প্রস্তুতি সভা
মিরপুরে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close