বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫,
৩০ মাঘ ১৪৩১
বাংলা English

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: পরিচয় লুকিয়ে আন্দোলন উসকাচ্ছে পতিত শক্তি      আজ থেকে শুরু বিএনপির দেশব্যাপী সমাবেশ      বাজছে নির্বাচনি দামামা      আকাশপথের ভাড়া নিয়ে বিমান মন্ত্রণালয়ের পরিপত্র জারি      নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার: আসিফ মাহমুদ      সব্যসাচী স্টলে আক্রমণের নিন্দা-প্রতিবাদ জানিয়ে ২০৫ নাগরিকের বিবৃতি      তিস্তা অভিমুখে তারেক রহমান-মির্জা ফখরুলের ২ দিনের কর্মসূচি      
খেলাধুলা
বিদ্রোহী ফুটবলারের সংখ্যা কমাতে সুমাইয়ার বাবাকে কিরণের ফোন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৪ পিএম  (ভিজিটর : ৮৪)
ফাইল ছবি

ফাইল ছবি

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে কোচ সংক্রান্ত ইস্যুতে সতীর্থদের অনুরোধে ইংরেজীতে চিঠি লিখেছিলেন জাপানি বংশোদ্ভূত বাংলাদেশের জাতীয় নারী ফুটবলার সুমাইয়া মাতসুসিমা। সেই চিঠি নিয়েই মূলত বাফুফের গঠিত বিশেষ কমিটি কাজ করছে। এমতারস্থায় মঙ্গলবার (৪ জানুয়ারি) সুমাইয়ার বাবাকে ফোন করেছিলেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। সুমাইয়াকে তার বাবা সেটি অবহিত করলে সুমাইয়া তার অবস্থান ব্যাখ্যা করেন দৃঢ়ভাবে। পরবর্তীতে তার বাবা তাকে সায় দেন।

সুমাইয়া সামগ্রিক বিষয়ে বলেন, ‘ফেডারেশন থেকে (কিরণ) আমার বাবাকে ফোন করে বলেছে, ‘আমাকে যেন ক্যাম্পে না পাঠায় এবং আমাকে সাবিনারা ব্রেনওয়াশ করছে তাই আমি যেন তাদের সঙ্গ ত্যাগ করি।’ আমি বাবাকে পুরো বিষয়টি বুঝিয়েছি বাবা আমার কথায় আশ্বস্ত হয়েছে। আমি খুব সক্রিয়ভাবে আন্দোলনের সঙ্গে রয়েছি। যা করছি সজ্ঞানেই এবং শেষ পর্যন্ত এর সঙ্গেই থাকব।’

গণমাধ্যমে বাংলায় আর সভাপতির কাছে ইংরেজীতে চিঠি নিয়ে খানিকটা বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষ কমিটির কাছে সাক্ষ্য দেওয়া সবাই স্পষ্ট বলেছেন সুমাইয়া চিঠি লিখেছেন। তার চিঠি লেখার যোগ্যতা-সামর্থ্য থাকা সত্ত্বেও এটি গ্রহণযোগ্য না হয়ে আরো সমালোচনা ও প্রশ্নের মধ্যে পড়ায় বেশ কষ্ট পাচ্ছেন এই জাতীয় ফুটবলার, ‘আমি ইংরেজী মাধ্যমে পড়ছি ছোট থেকেই এবং ফুটবলও খেলছি জাতীয় পর্যায়ে। ফুটবল নিয়ে এ রকম একটি চিঠি লেখার গুণাবলি আমার রয়েছে।’

ফেডারেশন থেকে (কিরণ) আমার বাবাকে ফোন করে বলেছে, আমাকে যেন ক্যাম্পে না পাঠায় এবং আমাকে সাবিনারা ব্রেনওয়াশ করছে তাই আমি যেন তাদের সঙ্গ ত্যাগ করি।সুমাইয়া মাতসুসিমা

সুমাইয়ার বাসা ঢাকায় থাকলেও তিনি বাফুফের ক্যাম্পেই থাকেন। সপ্তাহে একদিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেন। বৃহস্পতিবার অনুশীলন শেষ করে তিনি বাসায় যান। শুক্রবার ছুটি কাটিয়ে আবার ফেডারেশনের ক্যাম্পে আসেন। এভাবেই গত দুই বছর তিনি কাটিয়েছেন।

বাফুফের বিশেষ কমিটি নারী খেলোয়াড়দের কথা শুনেছে। আজ কোচিং স্টাফের সঙ্গে বসবে। এরপর একটি প্রতিবেদন সভাপতির কাছে দেয়ার কথা। তদন্তাধীন বিষয়ের মধ্যেই একজন ফুটবলারকে কেন ক্যাম্প ত্যাগ বা অন্য ফুটবলারদের সঙ্গ ত্যাগ করতে বলছে নারী উইংয়ের প্রধান এই বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য ফোন করলেও তিনি রিসিভ করেননি। 

পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে চান না ১৮ নারী ফুটবলার। তারা বাফুফে ভবনে থেকে নিজেদের মতো জিম করলেও সিদ্ধান্তে অটল থাকায় অনুশীলন বর্জন করে চলছেন। ১৮ জনের মধ্যে তিন জন রয়েছেন বিকেএসপির বর্তমান শিক্ষার্থী।

সোমবার বিকেএসপির ডিজি এসে শৃঙ্খলার কথা বললেও তাদের অবস্থান পরিবর্তন হয়নি। আজ বাফুফের নারী উইংয়ের প্রধান এক ফুটবলারের অভিভাবকের দ্বারস্থ হয়েছেন বিদ্রোহী সংখ্যা কমাতে। ফেডারেশন কর্তাদের এমন পরিস্থিতিতে পড়তে হতো না যদি আগে থেকে কার্যকরী পদক্ষেপ নিতেন।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  বিদ্রোহী ফুটবলার   সুমাইয়া   কিরণ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পরিচয় লুকিয়ে আন্দোলন উসকাচ্ছে পতিত শক্তি
আজ থেকে শুরু বিএনপির দেশব্যাপী সমাবেশ
বাজছে নির্বাচনি দামামা
শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেফতার
প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন আজ

সর্বাধিক পঠিত

বাহুবলে ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বহিষ্কার হলেন অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়া
ডেভিল হান্ট অভিযানে সিরাজগঞ্জে গ্রেফতার ১০
ছুটি কাটিয়ে আর কর্মস্থলে ফিরেনি এডিসি আখতার
সুন্দরগঞ্জ হাসপাতালে দীর্ঘদিন পর চালু হলো আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে সেবা

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝