শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
প্রিয় ক্যাম্পাস
শিবিরনেতার বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, মেলেনি প্রমাণ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯:৩৭ পিএম আপডেট: ২৩.০১.২০২৫ ১০:১৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন বলে অভিযোগ উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক ফেসবুক পেইজ ‘ক্রিমিনালস ডিউতে’। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল্লাহ আল মাহমুদ কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন না।

বুধবার (২২ জানুয়ারি) ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলে ‘ক্রিমিনালস ডিউ’ নামক পেইজ থেকে আব্দুল্লাহ আল মাহমুদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন বলে প্রচার করা হয়।

পেইজটি থেকে এ তথ্য ছড়ানোর পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা যায়।

কিন্তু খোঁজ নিয়ে জানা যায় ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ছিলেন না ঢাবি শিবিরের আব্দুল্লাহ আল মাহমুদ। ছাত্রলীগের আব্দুল্লাহ আল মাহমুদ আর ঢাবি শিবিরের নবগঠিত কমিটিতে তথ্যপ্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ আলাদা ব্যক্তি।

শিবিরের আব্দুল্লাহ আল মাহমুদ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার আবাসিক হল  সলিমুল্লাহ মুসলিম হল। অন্যদিকে পেইজে প্রকাশিত ছাত্রলীগের আব্দুল্লাহ আল মাহমুদ ইসলামিক স্টাডিজ বিভাগের  ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

ভুয়া তথ্যের মাধ্যমে এভাবে অপপ্রচার চালানোকে সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র বলে মনে করছেন ঢাবি শিবিরের তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ।

তিনি বলেন, আমি ছোটবেলা থেকে ছাত্রশিবিরের সাথে জড়িত। কখনো অন্য কোনো দলের রাজনীতির সাথে জড়াইনি। অথচ ‘ক্রিমিনালস ডিউ’ নামক একটি পেইজ থেকে অসত্য তথ্য ছড়ানো হয় যে আমি ছাত্রলীগের পদধারী ছিলাম। কিন্তু বাস্তবিকভাবে সেই পোস্টে আমি এবং যার প্রোফাইল ও ছবি ব্যবহার করা হয়েছে সেই ব্যক্তি একই ব্যক্তি নই। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পেইজটি মিথ্যা তথ্য জনপরিসরে ছড়িয়ে আমার সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করেছে।

তিনি বলেন, ‘ক্রিমিনালস ডিউ’ পেইজের ব্যাপারে আগেও এ ধরনের মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। আমরা ‘ক্রিমিনালস ডিউ’ পেইজের বিরুদ্ধে আমরা শীঘ্রই আইনগত ব্যবস্থা নেবো।

উল্লেখ্য, ‘ক্রিমিনালস ডিউ’ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক একটি প্রোপাগাণ্ডা পেইজ। এর আগেও পেজটির বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে পেইজটির বিরুদ্ধে এবং ‘ডিপার্টমেন্ট অব বাকশাল’, ‘ইউনিভার্সিটি অব ঢাকা’ নামক আরেকটি পেইজের বিরুদ্ধে মানহানির মামলা করেছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

কেকে/এএম


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close