সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      
দেশজুড়ে
লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৭ দোকান
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১:৩৯ পিএম আপডেট: ১৫.০১.২০২৫ ১:৫১ পিএম
আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসকর্মীরা। ছবি: প্রতিনিধি

আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসকর্মীরা। ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন লোহাগাড়ার দক্ষিণ সুখছড়ি খালেকীয়া দরবার শরীফ ষ্টেশনে অগ্নিকান্ডে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

১৫ জানুয়ারি (বুধবার) ভোর আনুমানিক পৌণে ৫টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা হলেন যথাক্রমে মো. জাহাঙ্গীর আলম, মো. মিনহাজ উদ্দীন, মো. তৈয়ব, তৌহিদুল আজিম, জাফর আহমদ, মো. আনোয়ার, মো. সেলিম, আবদুল আহাদ, রুহিদুল ইসলাম, সজল শীল, সুনীল দাশ, আবদুল হাফেজ, মাস্টার নুরুচ্ছফা, মো. রেজাউল করিম, আবু তাহের, ধন কান্তি দাশ ও মো. কুতুব উদ্দীন প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক পৌণে ৫টায় তাঁরা অগ্নিদগ্ধ মার্কেটের একটি জায়গা থেকে দাউ-দাউ করে আগুন জ্বলতে দেখেছেন স্থানিওরা। জনগণের শোর-চিৎকারে চতুর্দিক থেকে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালানোর পরও সহজে আগুন নিয়স্ত্রণে আনতে পারেননি। পরে তারা ফায়ার সার্ভিস ষ্টেশনের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ষ্টেশন সদস্যরা আনুমানিক ৬ টার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়স্ত্রণে আনার চেষ্টা চালান। ততোক্ষণে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে স্থানীয় বাসীন্দা শাহেদ হোসাইন জানান, তিনি ফজরের নামাজের পূর্বেই মার্কেটে অগ্নিকান্ডের সূত্রপাত দেখতে পান। নিমিষের মধ্যে আগুন দাউ-দাউ করে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এর মধ্যে তারা বহুবার ফায়ার সার্ভিস ষ্টেশনের সহিত মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। এরমধ্যে স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। যে কারণে ভয়াবহ অগ্নিকান্ডে উল্লেখিত ১৭ জনের দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ষ্টেশনের লোকজন উপস্থিত হয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনোয়ার টেলিকম এর মালিক মোহাম্মদ আনোয়ার জানান, তিনি নিত্যদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। ভোরে অগ্নিকান্ডের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই তার দোকান পুড়ে যায়। এতে তার নগদ টাকাসহ প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান।

এ প্রসঙ্গে লোহাগাড়া ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার রুবেল আলম জানান, তারা ভোর ৫ টা ৩০ মিনিটে ৯৯৯ এর মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা সম্পর্কে জানতে পারেন। ঘটনার জানার পর দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ ভোর ৬ টা ৭ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হন। জনগণের ক্ষোভের মাঝে পড়েও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে থাকেন। পরে তাঁদের সার্বিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করেছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে তিনি উল্লেখ করেছেন।
 

" style=








অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের আর্থিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
 
কেকে/এমএস
আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া   ফায়ার সার্ভিস  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চিত্রনায়ক বাপ্পারাজের রহস্যময় পোস্টে উদ্বিগ্ন ভক্তরা
ফ্যাসিস্ট নাসিমের প্রতারণার শিকার শতাধিক নারী
হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close