সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ      হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      
প্রিয় ক্যাম্পাস
অছাত্র ও ছাত্রলীগ কর্মীদের নিয়ে জাবি ছাত্রদলের কমিটি ঘোষণা
জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৫:৪৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১৭৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যাদের বেশিরভাগেরই ছাত্রত্ব নেই। এছাড়া কমিটিতে পদায়ন করা হয়েছে সাবেক ছাত্রলীগ কর্মীদেরও।

বুধবার (৮ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করেছে। কমিটিতে রসায়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক ও দর্শন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ৪০তম ব্যাচের শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনীককে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও যুগ্ম-আহ্বয়ক করা হয়েছে ৫৬ জনকে এবং সদস্য হিসেবে ১১৯ জনের নাম ঘোষণা করা হয়েছে।

এদিকে বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মীর নামও কমিটিতে এসেছে বলে অভিযোগ উঠেছে। যাদের মধ্যে রসায়ন বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী শামসুজ্জামান সায়েম গত নির্বাচনে আওয়ামীলীগের হয়ে প্রচারণা চালিয়েছেন। প্রচারণার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন। ৪৭ ব্যাচের গোলাম রব্বানী অর্ণব ছাত্রলীগের হয়ে কামালউদ্দীন হলে ছাত্রলীগের ব্লকে থাকতেন। এছাড়া ৫০ তম ব্যাচের নাসির উদ্দিন মিয়া ও সাখওয়াত হোসেন ইমন সাবেক ছাত্রলীগ কর্মী।

পদপ্রত্যাশী এক ছাত্রদল কর্মী বলেন, স্বীকৃতির দোহাই দিয়ে অছাত্রদের পুনর্বাসন করা হয়েছে। আমরা দেখছি সাবেক শিক্ষার্থীদের পদায়ন করা হয়েছে। কিন্তু, তারা অতীতে সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। রাজনীতি করতে চাইলে সেন্ট্রালে অথবা যুবদলে গেলেও পারেন। এত সিনিয়র ব্যাচ থেকে কমিটি দেওয়ার অর্থই হলো, কোনো দুরভিসন্ধি আছে।

কমিটি গঠন নিয়ে সংগঠনের ভেতর থেকেই অসন্তোষের খবর পাওয়া যাচ্ছে। অনেকেই দাবি করছেন, যোগ্য ছাত্র নেতাদের এড়িয়ে রাজনৈতিক আনুগত্যের ও পরিচিতির ভিত্তিতে পদ বণ্টন করা হয়েছে। এতে করে যোগ্যতাসম্পন্ন ছাত্র নেতারা বঞ্চিত হয়েছেন।

এক সাবেক ছাত্রদল নেতা বলেন, আমরা অনেক আশা নিয়ে ছাত্রদল করেছি। কিন্তু আজ সংগঠন পরিচালনায় এই ধরনের অস্বচ্ছ প্রক্রিয়া এবং নেতৃত্বে আনার সিদ্ধান্ত দেখে হতাশ হয়েছি।

আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, দীর্ঘদিনের অচলায়তন ভেঙে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমাদের একটি সাংগঠনিক কাঠামো উপহার দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এটি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ঢেলে সাজানোর জন্য স্বল্পকালীন কমিটি, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সবগুলো হল কমিটি, ফ্যাকাল্টি এবং বিভাগ কমিটি গঠন করে সন্মেলনের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব হস্তান্তর করবো ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে  সম্মেলনের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়েছে।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  জাবি ছাত্রদল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলকে ময়মনসিংহে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
নেত্রকোণায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ডোমারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
অসুস্থ নাতনিকে দেখতে এসে লাশ হলেন নানা-নানি
শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close