মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫,
৫ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
শিরোনাম: অনিশ্চয়তার মুখে দেশ      জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ : সামান্তা শারমিন      আগামীকাল রেল ভবন ঘেরাও করবেন টিএলআররা      জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না : গোলাম পরওয়ার      স্বচ্ছতা-সুশাসন প্রতিষ্ঠায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে সংস্কারের উদ্যোগ      অগ্নিকাণ্ড নাশকতা কি না তদন্তের পর বলা যাবে      ডেঙ্গুতে একদিনে আরও চারজনের মৃত্যু      
জাতীয়
সচিবালয়ের বিশৃঙ্খলায় গ্রেফতার ২৬ জনই ছাত্রলীগের সঙ্গে জড়িত: ডিএমপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৬:৩২ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা উপেক্ষা করে এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া তারা প্রত্যেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। 

আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকালে আনুমানিক সাড়ে তিনটার দিকে অজ্ঞাত ৬০ থেকে ৭০ জন যুবক জোরপূর্বক বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে। তারা সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে সচিবালয়ে প্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সরকারি কাজে বাধা দিয়েছে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে ৫৪ জনকে আটক করে। তাদের মধ্য থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২৮ জনকে মুচলেকা গ্রহণপূর্বক তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। বাকি ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০-৭০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা  দায়ের করা হয়েছে।

তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশের মাধ্যমে, বেআইনিভাবে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে দাঙ্গা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদানসহ আঘাত, সরকারি স্থাপনা ভাঙচুর করে ক্ষতিসাধন এবং ভয় ভীতি ও হুমকি প্রদানের অভিযোগ আনা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ২৬ জনকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এর সঙ্গে জড়িত বলে জানা গেছে। 

এতে বলা হয়, সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলার ঘটনায় শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. জহিরুল ইসলাম (২০), মো. ফয়সাল হাসান (২১), মো. রায়হান হোসেন (২১), মো. রুবেল আহম্মেদ (১৮), মো. রিয়াদ মাহমুদ (২১), মো. মেজবাউল রহমান মিল্লাদ (১৮), মো. মেহেদী হাসান (১৮), মো. সোয়ান (২১), মো. ইমরান হোসেন আরমান (১৮), মো. মেহেদী হাসান অন্তর (১৯), মো. সাগর (১৮), মো. রোহান (১৮), মো. শাহারিয়ার হোসেন সোয়াদ (১৮), ১৪। মো. আহাদ মোল্লা (২২), ১৫। মো. সোহান (১৮), ১৬। মো. মাসনুন (১৮), ১৭। মো. নাঈম (১৮), মো. ইমাম হাসান (১৮), মো. শাকিল (১৮), মো. সেলিম (১৮), মোঃ সাকলাইন মুস্তাক (১৮), মো. হানজালাল (২২), মো. মশিউর রহমান (১৮), মো. প্রান্তিক (১৮), মো. তাছিম রহমান (১৮) ও মো. রবিন মিয়া (১৮)। 

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা) এর আশেপাশের এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বেড়েই চলছে ছাত্রহত্যা
বকেয়া পরিশোধ না করেই নতুন উপঠিকাদার নিয়োগের পাঁয়তারা
মসজিদে দলীয় রাজনীতি বাড়াচ্ছে সংঘাতের শঙ্কা
অনিশ্চয়তার মুখে দেশ
পুরুষের চেয়ে অর্ধেক মজুরি, নীলফামারীতে বৈষম্যের শিকার নারী শ্রমিকরা

সর্বাধিক পঠিত

ফটিকছড়িতে সমবায় প্রশিক্ষণ কর্মশালায় ছাত্রলীগ নেতা!
সাভারে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
গাজীপুরে জজের বাসায় দুধর্ষ চুরি
পাটগ্রামে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত
পুরুষের চেয়ে অর্ধেক মজুরি, নীলফামারীতে বৈষম্যের শিকার নারী শ্রমিকরা

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close