বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১      গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি      মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ      
প্রিয় ক্যাম্পাস
ইউআইইউতে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৫ পিএম
ইউআইইউ ক্যাম্পাসে ফাইন্যান্স বিষয়ক কর্মশালা।

ইউআইইউ ক্যাম্পাসে ফাইন্যান্স বিষয়ক কর্মশালা।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স (আইআইবিএফই) এবং প্রাইম ব্যাংক পিএলসি যৌথভাবে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) ইউআইইউ ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজিম আনোয়ার চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক পরিসংখ্যান বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আমির হোসেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট’র সহযোগী অধ্যাপক ড. মো. মাহাব্বত হোসেন, প্রাইম ব্যাংক পিএলসির ইসলামিক ব্যাংকিং প্রধান জনাব সৈয়দ ইবনে শারিয়ার এবং পিআরএল-এর নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির সাবেক প্রধান জনাব জুলকারনাইন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইইউ’র ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স’র (আইআইবিএফই) পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ ওমর ফারুক।

এ কর্মশালায় অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ১০০ অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালায় বিগত পঞ্চাশ বছরের ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্সের ইতিহাস, ১৯৭৫ সালে প্রথম পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক, দুবাই ইসলামিক ব্যাংকের সূচনা থেকে শুরু করে ১৯৮০ এর দশকের শুরু থেকে ইসলামী ব্যাংকিং এবং বাংলাদেশি প্রেক্ষাপটের বিকাশ, শরীয়াহ সম্পর্কে ধারণা ও প্রয়োগ, বিভিন্ন শরীয়াহ-সম্মত মোড ও পণ্য, প্রাইম ব্যাংকের হাসানা লাইন অফ প্রোডাক্ট এবং শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ারের সুযোগ এবং প্রয়োজনীয় প্রাসঙ্গিক নানা বিষয় শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়।

প্রধান অতিথি ইউআইইউর উপাচার্য বলেন, বাংলাদেশের অর্থনীতির সাথে ইসলামিক ফাইন্যান্স ইকোসিস্টেমের শক্তিশালী সম্পর্ক রয়েছে। এছাড়াও তিনি ইসলামিক ফাইন্যান্স শিল্পের জন্য একাডেমিক সহায়তার ব্যবধান মেটাতে ইউআইইউর ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স (আইআইবিএফই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালাটি সম্মানিত বক্তাদের সমন্বিত প্যানেল আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়।

ইউআইইউ’র অর্থনীতি বিভাগের ছাত্র আবির হাসান জিসান প্যানেল আলোচনায় তার মূল্যবান অবদানের জন্য বিশেষভাবে স্বীকৃতী প্রদান ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, শিক্ষার্থী, গবেষক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

কেকে/এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে মিলবে মেটলাইফের বিমা সুবিধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
ভূমি অভিযোগ গ্রহণ ও নিস্পত্তিতে নাগরিকদের মতামত জানতে হবে: সিনিয়র সচিব
‘বিচার ও সংস্কার এড়িয়ে নির্বাচন দিলে কাঙ্ক্ষিত গণতন্ত্র আসবে না’
ডোমারে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার

সর্বাধিক পঠিত

ভারতে আ.লীগের কার্যক্রম বন্ধের আহ্বান, অভিযোগ অস্বীকার নয়াদিল্লির
গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি
মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close