নাঈম শেখ বিক্রি হয়েছেন ১ কোটি ১০ লাখে, লিটন দাসের দাম উঠেছে ৭৫ লাখ। মাহমুদউল্লাহ লম্বা সময় দেশের ফিনিশারের ভূমিকা পালন করেছেন। নিলামে তার নাম উঠলে কেউই আগ্রহ দেখায়নি।
নাঈম শেখ ছিলেন নিলাম তালিকার ‘এ’ ক্যাটাগরিতে। তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। অকশনার ওরমান নিজাম কয়েকবার বিড আহ্বান করার পর প্রথম আগ্রহয় দেখায় সিলেট টাইটান্স।
সিলেট, রংপুর, নোয়াখালী, চট্টগ্রামের মধ্যে লড়াইর পর সেটা বাড়তে বাড়তে উঠে কোটিতে। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় তাকে কিনেছে চট্টগ্রাম রয়্যালস। লিটন দাসকে ৭৫ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স।
কেকে/লআ