নওগাঁয় আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও সাপাহার সরকারি কলেজ।
প্রথমার্ধে দুই দল ১-১ গোলে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল করে এগিয়ে যায় মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ (টিবিএম)। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, মেহেদী হাসান, সুমন আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, কলেজের শিক্ষক ও ক্রীড়া সংগঠকরা।
এদিকে, তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলার মোট ১৬টি কলেজ অংশ নেয়।
কেকে/ আরআই