| শিরোনাম: |

ছবি: প্রতিনিধি
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে রংপুরের গঙ্গাচড়ায় আয়োজন করা হয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট।
শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার মন্থনারহাট ঐতিহাসিক ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্ট বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন উক্ত ক্রীড়া অনুষ্ঠানের আয়োজক জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও গঙ্গাচড়া উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা মো. রুহুল আমিন।
অনুষ্ঠানের শুরুতে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— রুহুল আমিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার নাহিদ সুলতানা, বাংলাদেশ ছাত্র পরিষদ (সিএ)-এর সভাপতি শামসুজ্জামান আকতার, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন লিজু, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিপ্টন, কোলকোন্দ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান বেঞ্জু, সাধারণ সম্পাদক শাহ জালাল, বড়বিল ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম, নোহালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান রঞ্জু, সদস্য সচিব বুলবুল, উপজেলা তাতী দলের সভাপতি হাসান আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শামীম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল কাফি, বিএনপি নেতা মালেক, সমছের, মোস্তাফিজারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল আমিন বলেন, এই টুর্নামেন্টের আয়োজনের মূল উদ্দেশ্য হলো শহীদ জিয়া পরিবারের উপর বিভিন্ন সময়ে যে ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার সংঘটিত হয়েছে, সেই নির্মমতার কাহিনী মানুষের সামনে তুলে ধরা।
এছাড়াও তিনি বলেন, আরাফাত রহমান কোকো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়েও যিনি ক্রীড়াপ্রেমী ব্যক্তি হয়েও যার উপর বিভিন্ন সময় অন্যায় অত্যাচার করা হয়েছে এবং যার জন্য তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়েছেন, সেই আরাফাত রহমান কোকোর স্মৃতিকে অম্লান করা ও এলাকার যুব সমাজের কাছে, বিশেষ করে ১৮ থেকে ৩৩ বছরের যুবকসহ সর্বস্তরের মানুষের কাছে আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপস্থাপনের মধ্য দিয়ে দেশের জন্য শহীদ জিয়া ও তাঁর পরিবারের অবদান তুলে ধরা।
রংপুর জেলার ৮ টি উপজেলার দল উক্ত টুর্ণামেন্টে অংশগ্রহণ করেছে।
উদ্বোধনী খেলায় মিঠাপুকুর উপজেলা দল-০-২ গোলে বদরগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে।
কেকে/লআ