টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫ নভেম্বর) ধনবাড়ী উপজেলা বিএনপি'র আয়োজনে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনের বিএনপি মানোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
এসময় আরোও বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি'র সভাপতি এসএমাএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপি'র সহ সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, এম এ মাজেদ বাদল, মুহা.এবাদৎ হোসাইন, সম্মানিত সদস্য ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বিএসসি, আমির হোসেন তারা মিলিটারী, জাহিদুল ইসলাম মহব্বতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল,শ্রমিক দল ও মহিলা দলসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী সদস্য ধানের শীষের এমপি প্রার্থী স্বপন ফকির সকলের কাছে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চেয়ে সকল ভেদাভেদ ভূলে সকল বিএনপি'র নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান।
কেকে/লআ