বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, “আগামী ফেব্রুয়ারিতে অবাধ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে এখনও জনআস্থা অর্জন করতে পারেনি অথচ ভেংগে পড়া নির্বাচন ব্যবস্থার প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনাটাই এখন নির্বাচন কমিশনের প্রধান কাজ। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রত্যাশিত নির্বাচন করা যাবে না।”
রোববার (২৩ নভেম্বর) সকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচন সংক্রান্ত কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণ প্রতিনিধিত্ব আদেশের (আরপিও) কারণে নির্বাচনে টাকার খেলা আরও বেড়ে যাবে। প্রার্থীদের জামানতের পরিমান ও সর্বোচ্চ ব্যয়সীমা বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে জমানত ও ব্যয়সীমা কমিয়ে আনার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি সংসদ নির্বাচনে ধর্মীয় অনুভূতির ব্যবহার না করার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করাসহ নির্বাচনে পেশিশক্তির ব্যবহার সম্পূর্ন বন্ধ করার সার্বিক ও দৃশ্যমান উদ্যোগ নিতেও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
পার্টির নির্বাচন সংক্রান্ত কমিটির প্রধান আকবর খানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য সিকদার হারুন মাহমুদ, সাইফুল ইসলাম, মীর রেজাউল আলম, এমডি ফিরোজ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল, সালাউদ্দিন, এ্যাডভোকেট ফায়েজুর রহমান মনির, মোহাম্মদ আলী, জামাল সিকদার, হীরালাল দাস, চুন্নু সিকদার প্রমুখ।
কেকে/ আরআই