বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      
রাজনীতি
তারেক রহমান
ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে কখনো আপস করবে না বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৭:০৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি কখনো ইসলামের মূলনীতি এবং মৌলিক বিশ্বাসের সঙ্গে আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না।

রোববার (২৩ নভেম্বর) ঢাকায় জাতীয় ইমাম-খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “তাওহিদ, রিসালাত, আখিরাত—এই তিনটি বিষয়ে নিঃশর্ত বিশ্বাস স্থাপন ছাড়া কারও পক্ষে বিশ্বাসী মুসলমান হওয়া সম্ভব নয়। প্রতিটি বিশ্বাসী মুসলমানের জন্য কালিমা, নামাজ, রোজা হজ, জাকাত; ইসলামের ৫টি মূলনীতি অবশ্যই পালনীয়। এর কোনো বিকল্প নেই। এই ৫টি বিষয়ে বিশ্বের মুসলিম উম্মার মধ্যে বিরোধ নেই। তবে ব্যক্তি ও সমাজ জীবনে এ সব বিধিবিধান বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিংবা হীন দলীয় স্বার্থে এগুলোর ব্যবহার নিয়ে ইসলামী স্কলারদের মধ্যে মাঝে মাঝে আমরা মতবিরোধ এবং ভিন্নমত দৃশ্যমান দেখি।”

তিনি বলেন, “রাজনেতিক দল হিসেবে বিএনপি মনে করে আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এবং মহানবী (সা.) সর্বজনীন অবস্থান সমুন্নত রেখে ইসলাম নিয়ে গবেষণায় নিসন্দেহে কোনো বাধা নেই। তবে ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্নমত কিংবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের ব্যাখ্যার বিষয়ে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে বিএনপি মনে করে ইসলামী বিধিবিধান নিয়ে মতবিরোধ, বা ভিন্নমত যাতে রাষ্ট্র ও সমাজে ফিতনা সৃষ্টি বা বিশ্বাসী সাধারণ মুসলমানদের জন্য অনৈক্যের কারণ না হয়—এ বিষয় নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলামা মাশায়েক ইমাম খতিবগণ  উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।”

তারেক রহমান বলেন, “ইসলামী মূল্যবোধের আলোকে বিএনপি এমন একটি সরকার ও রাষ্ট্র ব্যবস্থার পক্ষে, যে রাষ্ট্রে ও সমাজে মুসলমানগণ কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে সক্ষম হবে। নির্ভয়ে নিরাপদে ইবাদত বন্দেগি করতে পারবেন। একইভাবে অন্য ধর্মের মানুষেরাও নিরাপদে নিশ্চিন্তে যার যার ধর্ম পালন করতে সক্ষম হবে। বিএনপি কখনো ইসলামের মূলনীতি এবং মৌলিক বিশ্বাসের সাঙ্গে আপস করেনি। ভবিষ্যতেও করবে না।”

তিনি বলেন, “পতিত স্বৈরাচারের দল যারা স্বাধীনতার পর রাষ্ট্র ক্ষমতায় বসে নিজেদের ইচ্ছামতো সংবিধান রচনা করেছিল, সেই সংবিধানে দেশের অধিকাংশ জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতিফলন তখন ঘটেনি। পরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম অন্তর্ভুক্ত করেছিলেন। সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত করেছেন। বর্তমান সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এভাবে রাখা হয়নি।”

তারেক রহমান বলেন, “পতিত স্বৈরাচার ইসলামকে নানাভাবে সমাজে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করেছিল। ২০২৪ সালে রমজান মাসে ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এটা ছিল ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির বিরুদ্ধে একটা পদক্ষেপ।”

তিনি বলেন, “বর্তমানে দেশে নিবন্ধিত ও অনিবন্ধিত ৫০ হাজারের মতো মাদ্রাসা রয়েছে। সেখানে লাখ লাখ শিক্ষার্থী পড়ছেন। মসজিদ সাড়ে তিন লাখ। প্রায় ১৭ লাখ ইমাম, খতিব, মোয়াজ্জিন দায়িত্ব পালন করছে। তাদের রাষ্ট্রীয় কার্যক্রমের বাইরে রেখে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়।”

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  বিএনপি   তারেক রহমান  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সিসিইউতে খালেদা জিয়া
নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বুয়েটের প্রতিনিধি দল
৬০ জন প্রশিক্ষিত তরুণ-তরুণী পেলেন কর্মসংস্থানের সুযোগ
নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ শুরু

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বুধবারের আলোচিত ছয় সংবাদ
প্রশাসনে ব্যাপক রদবদল
এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close