বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে গার্মেন্টস শ্রমিক ও দুস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (বিকেল ৩ টায়) শিমুলিয়া ইউনিয়নের টেংগুরী কোনাপাড়া দারুল উলুম ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা মাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় গার্মেন্টস শিল্পের নারী শ্রমিক ও অসহায় পরিবারদের মাঝে নিত্যপ্রয়োজনীয় উপকরণসহ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা বলেন, দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনটি সামাজিক দায়বদ্ধতার সঙ্গে পালন করা হচ্ছে।
মোহাম্মদ আইয়ুব খান বলেন, ‘তারেক রহমান সারা জীবন গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য সংগ্রাম করে চলেছেন। তার জন্মদিনে এই সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা তার আদর্শকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।,
শিমুলিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংস্থার যৌথ উদ্যোগে এই উপহার বিতরণের আয়োজন করা হয়।
উল্লেখ্য, কারাগারে অন্তরীণ থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের মাধ্যমে একই ধরনের সামাজিক কর্মসূচি পালন করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জীবনী নিয়ে একটি আলোক চিত্র পরির্দশন করা হয়।
সর্বশেষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।
কেকে/লআ