শেখ হাসিনার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য
সৃষ্টির পাঁয়তারা করতেছে। দেশবাসীকে সঙ্গে নিয়ে তা রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, কিছু মহল পরিকল্পিতভাবে দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চায়, তবে জাতির সংকটময় সময়ে নির্বাচিত সরকার সবচেয়ে বেশি প্রয়োজন।
বিএনপি মহাসচিব বলেন, একমাত্র নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক উত্তোরণ সম্ভব। বর্তমানে দেশের রাজনীতি বিভ্রান্তি ও জটিল সংকটের মধ্যে আছে উল্লেখ করেন তিনি।
কেকে/এআর