রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬টি পেট্রোল বোমা ও ৪টি ককটেল উদ্ধার করে র্যাব।
র্যাব-২ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো সম্ভবত ১৩ নভেম্বর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। সম্ভাব্য নাশকতা ঠেকাতে মোহাম্মদপুরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত বোমাগুলো র্যাব সদর দপ্তরের বোম্ব ডিসপোজাল ইউনিট দ্বারা ধ্বংসের প্রক্রিয়া চলছে।
এদিকে মোহাম্মদপুর এলাকায় পুলিশের পৃথক অভিযানে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— আমিনুল ইসলাম বুলেট, মুরাদ, মালেক ও সাদ্দাম।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কেকে/ আরআই