মাদারীপুরের শিবচর উপজেলায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে কাকৈর উচ্চ বিদ্যালয় এবং শিবচর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্টোর উদ্বোধন করা হয়।
জানা যায়, দুর্নীতি দমন কমিশনের পক্ষ হয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলোর মাধ্যমে এই কাজ পৌছে দিচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ে শিশুদের মধ্যে নৈতিক চর্চা বৃদ্ধি ও সততাকে মানুষের মন থেকে শ্রদ্ধা করে জীবন গঠনে উৎসাহিত করার জন্যই দুর্নীতি দমন কমিশন এ ধরণের স্টোর বিভিন্ন স্কুলে স্কুলে পৌছে দেয়ার উদ্যোগ নিয়েছে।
শিবচর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও ইন্সট্রাকটর সমীর কুমার দাস এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম ইবনে মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আখতারুজ্জামান, শিবচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলী আকবর খান।
প্রধান অতিথি বলেন, “শিশুদের মধ্যে নৈতিকতা চর্চা ও সততাকে মন থেকে শ্রদ্ধা করে জীবন গঠনে উৎসাহিত করার জন্যই দুর্নীতি দমন কমিশন এ ধরণের স্টোর বিভিন্ন স্কুলে স্কুলে পৌছে দিচ্ছে। এদেশে এ ধরণের চর্চা নতুন মনে হলেও উন্নত বিশ্বে অনেক আগে থেকে এই চর্চা হয়ে আসছে। যখন আমরা শুদ্ধ হতে পারবো তখনই কেবল আমরা উন্নত পরিচয়ের মানুষ হতে পারবো।”
আখতারুজ্জামান ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, “সৎ কাজ করলে মানুষ মনে রাখে আর অসৎ কাজ করলে মানুষ ঘৃণা করে।তোমাদেরকেই বেছে নিতে হবে তোমরা কোন কাজটি করবে।”
এতে আরও উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক মো. সাইদুর রহমান, শিবচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মো. নান্নু মিয়া, দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ।
কেকে/ আরআই