নাটোরে তিনটি খাদ্য পণ্য বিক্রির প্রতিষ্ঠানকে জরিমানা করেছে যৌথ টাস্ক ফোর্স।
বৃহস্পতিবার দুপুরে এইসব প্রতিষ্ঠানে জরিমানা এবং সতর্ক করা হয়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও সেনাবাহিনীর সহযোগীতায় এই অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না জানান, পণ্যমূল্যের উদ্যোগ উর্ধ্বগতি রোধ এবং ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে যৌথ টাস্কফোর্স শহরের মাদ্রাসা মোড় এলাকার সূর্য সুইটস ও রেজা কনফেকশনারীতে অভিযান চালায়। অভিযানে বিএসটিআইয়ের নিবন্ধন দেখাতে না পারায় সূর্য সুইটসকে ১ হাজার ৮শ টাকা জড়িমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার অভিযোগে রোজা কনফেকশনারীকে পাঁচ হাজার টাকা জড়িমানা করা হয়।
পরে কানাইখালি এলাকায় আমানা বিগবাজারকে পণ্যের অতিরিক্ত মূল্য রাখার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই সকল প্রতিষ্ঠানকে পরবর্তীতে অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়। যৌথ টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।
কেকে/এমএস