চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ১০ নম্বর পদুয়া ইউনিয়নের ভান্ডারীগেইট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. নাছির, মো. বিটু ও মাহবুব আলম। অভিযানকালে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান), ৪টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভান্ডারীগেইট এলাকায় চেকপোস্ট বসাই। ওই সময় সন্দেহভাজন মোটরসাইকেল আটক করে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) বলেন, চট্টগ্রাম জেলার প্রতিটি থানায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। কোনো অবস্থাতেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে আরও পূর্বের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য যাচাই করা হচ্ছে।
কেকে/বি