শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫,
২৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: দেশে বড় অঘটনের শঙ্কা      নানা হিসাব-নিকাশে মনোনয়নবঞ্চিতরা      বিএনপির স্থায়ী কমিটির সভায় গৃহীত যত সিদ্ধান্ত      বিএনপি না আসলে এ দেশ ভুটান-কম্বোডিয়ার মতো হতো : প্রকৌশলী তুহিন      মানুষের গণতন্ত্রের নিশ্চয়তা ও সংকট থেকে মুক্ত করেছেন জিয়াউর রহমান : রিজভী      বৃহস্পতিবারের আলোচিত সংবাদ      ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল ইসি      
নির্বাচন ও ইসি
নিবন্ধন পেল এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:২১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ‘চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আমজনগণ পার্টি-কে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন দাবি-আপত্তি চেয়ে আগামীকাল (বুধবার) পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি আসলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেয়া হবে। প্রতীক হিসেবে এনসিপিকে শাপলা কলি বরাদ্দ দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা ১৪৩টি আবেদন পেয়েছিলাম। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ের পর ২২টি দলের ব্যাপারে মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠিয়েছিলাম। তদন্ত থেকে যে তথ্য পাওয়া গেছে, সে তথ্যের ধারাবাহিকতায় আমরা ৭টা রাজনৈতিক দলের নিবন্ধনের কথা বলেছি যে, না তারা কোয়ালিফাই করে না। একটা রাজনৈতিক দলের বিষয়ে... বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি তাদের ব্যাপারে হাইকোর্টে দায়ের করা একটা অবেদনের রায় পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে। আর বাকি যেগুলো আছে, ৭টা দলের ক্ষেত্রে আমরা বলেছি যে, না তারা কোয়ালিফাই করেন না, মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করেন না। এর ধারাবাহিকতা পুনঃতদন্ত করে কমিশন যে সিদ্ধান্তে এসেছে, সেটা আমি বলছি যে, রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এবং অংশগ্রহণে অতীত নির্বাচন সংক্রান্ত ধারাবাহিকতায় তিনটা দল প্রাথমিকভাবে বিবেচিত হয়েছিল জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (শাহ জাহান সিরাজ) এবং বাংলাদেশ জাতীয় লীগ।’

তিনি বলেন, ‘কিন্তু পরবর্তী অধিকতর যাচাই বাছাইয়ে লক্ষ্য করা গেছে যে, তাদের কার্যক্রমের ধারাবাহিকতা নেই। সেজন্য তিনটাকেও বাতিল করা হচ্ছে। আর যে দলগুলো ছিল তার মধ্যে থেকে আম জনতার দল, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাষানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতার পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি— এই ৮টা দলের সঠিকতা না পাওয়ার জন্য নামঞ্জুর করা হয়েছে।’

আখতার আহমেদ বলেন, ‘আমরা ৩টা দলের সঠিকতা পেয়েছি এবং সে ৩টা দল হচ্ছে— বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই ৩টা দলের ব্যাপারে নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে কমিশন মনে করেছে যে, এই ৩টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারে। তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব অভিমতের জন্য। ১২ তারিখের ভেতরে আমরা এই অভিমতের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে যে তথ্য পাওয়া যাবে, সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

তিনি বলেন, ‘আপনাদের কাছে মৌলিক যে প্রশ্নটা যে ছিল যে, কয়টা দল রাজনৈতিক হবে এবং ক্রাইটেরিয়া যেগুলো ছিল সেগুলো নিয়ে এই তিনটা দল কোয়ালিফাই করেছে। প্রাথমিকভাবে যেটা বলা হয়েছিল যে ১০০টা উপজেলা লেভেলে এবং ২২টা জেলা লেভেলে তো আইদার অফ টু সটিসফাইড না করলে দেয়া হচ্ছে না। এখানে আবার একটা আপনার কোর্টেরও সিদ্ধান্ত আছে কিছুটা লিনিয়েন্টলি দেখার ব্যবস্থা বলা হচ্ছে। সেই বিবেচনায় আইদার অফ ট্রেকে কোয়ালিফাই করেছেন ন্যূনতম সামান্য যদি কিছু শর্টফ্রম থেকে থাকে উপজেলা লেভেলে বা জেলা লেভেলে তাহলে সেটাকে বিবেচনায় নিয়েই সহনশীলভাবে নেয়ার কথা বলা হয়েছে। কতগুলা সংখ্যাগত যদি কয়টা কয়টা এটা বলেন আমি এই মুহূর্তে বলতে পারছি না। পরে বলতে পারবো।’

জাতীয় লীগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘এর ধারাবাহিকতা পাওয়া যায়নি।’

তিনটা দলের প্রতীকের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত যেটা আমার জানা আছে যে, এনসিপি চেয়েছিল ‘শাপলা কলি’, সেটাই বরাদ্দ দেয়া হবে। আরেকটা দল চেয়েছে ‘‘কাচি’’ আর আরেকটা দল তাদের প্রতীক পরিবর্তনের জন্য অনুরোধ করেছে। সেজন্য এখন প্রতীকটা বলিনি। আরেকটা দল যেহেতু চেয়েছে, সেটা আমি দেখিনি। সেটা যদি প্রাপ্যতা থেকে তাহলে সেটাসহ বিজ্ঞপ্তি দেয়া হবে।’

সব মিলিয়ে চূড়ান্ত গেজেট কবে প্রকাশ হবে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এটা ১২ তারিখ পর্যন্ত সময়সীমার ভেতরে আমরা দাবি জিনিস বা অভিমত পাব। ১২ তারিখের পরে, দুই একটা দিন তো লাগবে। যদি কোনও সমস্যা না থাকে তাহলে ১৪ থেকে ১৫ তারিখের ভেতরে হয়ে যাবে।’


এনসিপির সদস্যসচিব আখতার হোসেন নিজের ফেসবুকে লেখেন, ‘শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যারা দিনরাত পরিশ্রম করে নিবন্ধনের কাজ সম্পন্ন করেছেন তাদের প্রতি প্রাণভরা কৃতজ্ঞতা। সবাই মিলে স্লোগান তুলি, জিতবে এবার শাপলা কলি।’

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সকল শর্ত পূরণ করে এনসিপি এখন নিবন্ধিত রাজনৈতিক দল।’

দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন লেখেন, ‘এনসিপি শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে। এনসিপির নিবন্ধন কাজে যারা দিন রাত এক করে কষ্ট করেছেন তাদের অভিনন্দন।’

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  নিবন্ধন পেল এনসিপি   প্রতীক   শাপলা কলি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দেশে বড় অঘটনের শঙ্কা
নানা হিসাব-নিকাশে মনোনয়নবঞ্চিতরা
বিএনপির স্থায়ী কমিটির সভায় গৃহীত যত সিদ্ধান্ত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু বিএনপি নয়, পুরো জাতির কল্যাণ বয়ে আনে : প্রকৌশলী আহসান হাবীব
বিএনপি না আসলে এ দেশ ভুটান-কম্বোডিয়ার মতো হতো : প্রকৌশলী তুহিন

সর্বাধিক পঠিত

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি
জয়পুরহাট রেলস্টেশনে যাত্রী লাঞ্ছিতের অভিযোগ
নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে
পরিচ্ছন্ন পরিবেশই একটি গন্তব্যকে পর্যটনবান্ধব করে তোলে : নুজহাত ইয়াসমিন
এনসিপি নেতার আঙ্গুল কেটে নিল সন্ত্রাসীরা!

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close