বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেভেটর জব্দ করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে ইউনিয়নের মালুম্যা, বগাইছড়ি এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ।
অভিযানে একটি সবুজ রঙের মিতসুবিশি স্কেভেটর জব্দ করা হয়৷
এ সময় সেখানে মো. কামাল উদ্দিন নামের ব্যক্তি উপস্থিত ছিলেন। তিনি স্কেভেটর দিয়ে নদীর প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে—এমন জায়গা থেকে মাটি কাটার অভিযোগ স্বীকার করেন৷
কামাল উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। আটককৃত একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
‘লামায় নির্বিচারে পাহাড় কাটা, পাথর ও বালু উত্তোলনে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্সে। এই ধরনের অভিযান চলমান থাকবে।’
কেকে/এমএ