গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে রিফাত মিয়া নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের ফতেখাঁ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিফাত সোনারায় ইউনিয়নের বলরাম গ্রামের রাব্বী মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে রিফাত তার নানার বাড়িতে একা ফুটবল খেলছিল। একপর্যায়ে ফুটবলটি পাশের পুকুরে পড়ে গেলে রিফাত সেটি তুলতে পানিতে নামে। এ সময় সে পানিতে ডুবে যায়। পরে তার নানী মোরশেদা বেগম খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় রিফাতকে দেখতে পান। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।”
কেকে/ আরআই