মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মা ইলিশ ধরার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কিনে ফেরার পথে চার ক্রেতাকে আটক করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তিনজনকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার হাসাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে এসব মাছ উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলার জাজিরা এলাকা থেকে ইলিশ কিনে চার ব্যক্তি টঙ্গীবাড়ীর হাসাইল হয়ে ফিরছিলেন। এ সময় টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের মাছসহ আটক করা হয়।
ওসি মো. সাইফুল আলম বলেন, নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিল ৪ ব্যক্তি। তাদের থেকে ১৫০ কেজি ইলিশসহ আটক করা হয়। কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদীতে মাছ শিকার করে তা নদীর পাড়ে বিক্রি করে আসছিলো। তাদের ঠেকাতে শুক্রবার সকালে টঙ্গীবাড়ী থানার কিছু চৌকস পুলিশ অফিসার সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে মাছ ক্রেতা নিরন্জন, সিরাজ, ইকবাল, রাকিবকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বাজারজাতকালে ৪ জনকে আটক করা হয়। পরে তাদের অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া তাদের কাছ থেকে জব্দ করা মাছ উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
কেকে/ আরআই