আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি, তবে নির্বাচনের প্রস্তুতিতে গাজীপুর জেলায় শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। সরকারের নির্বাচনের ঘোষণা ঘিরে নড়েচড়ে বসেছে বিএনপি।
পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিতে পিছিয়ে নেই জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলও।
শহর থেকে গ্রাম সবখানেই এখন নির্বাচনী আমেজ। ব্যানার, পোস্টার, বিলবোর্ডে ছেয়ে গেছে বিভিন্ন সড়ক ও জনবহুল স্থান। চলছে মিছিল-মিটিং, উঠান বৈঠক ও প্রচারপত্র বিতরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা। কেউ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, কেউ আবার নিজস্ব উন্নয়ন ভাবনা প্রচার করে সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
বর্তমানে মাঠে সক্রিয় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, জমিয়তে উলামায়ে ইসলাম, এবি পার্টি, সিপিবি, বাসদ ও বাম গণতান্ত্রিক জোটসহ বিভিন্ন দলের নেতারা।
সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান মজবুত করতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন। বাড়াচ্ছেন গণসংযোগ ও ব্যক্তিগত সম্পর্ক। এতে নেতা-কর্মীদের মধ্যেও তৈরি হয়েছে নতুন উদ্দীপনা।
অনেকে মনে করছেন দীর্ঘদিন পর সক্রিয় রাজনীতিতে এমন সাড়া দেখা যাচ্ছে, যা আসন্ন নির্বাচনে গাজীপুরের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
কেকে/বি