ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৬০ বছর বয়সী এক বৃদ্ধা নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বাড়ির উঠানে পড়ে ছিল রক্তাক্ত মরদেহ।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আছাদনগর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত পারুল বেগম একই এলাকার অহেদ আলী মিয়ার স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত পারুল বেগমের স্বামী চোখের চিকিৎসা করতে বর্তমানে কুমিল্লায় রয়েছেন। ছেলে প্রবাসী। বাড়িতে ছিলো শুধু পুত্রবধূ। সন্ধ্যার সময় হঠাৎ চিৎকার শুনে পুত্রবধূসহ প্রতিবেশীরা দৌড়ে এসে দেখেন, বৃদ্ধা পারুল বেগম রক্তাক্ত অবস্থায় উঠানে পড়ে আছেন। মুহূর্তেই আশপাশের মানুষ ছুটে আসে, শুরু হয় আহাজারি ও কান্নার রোল।
নিহতের আত্মীয়-স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এক প্রতিবেশী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এভাবে একটা মানুষকে মেরে ফেলে রাখা যায় না, এর বিচার চাই।’
প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই মনে করছেন স্থানীয়রা। এদিকে এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জামিল খান বলেন, লাশ দেখে মনে হচ্ছে মাথায় আঘাতজনিত কারণে মৃত্যুবরণ করেছে। বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশি তদন্ত শেষে বলা যাবে, কে দোষী।
কেকে/ এমএস