চাঁদাবাজির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আতাউর রহমান সরকার বলেছেন, “অবিলম্বে কসবা-আখাউড়ার সিএনজি ও অটোরিকশা চালকদের কাছ থেকে প্রতিদিন ২০ টাকা করে চাঁদা নেওয়া বন্ধ করতে হবে।”
রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটে কসবা পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশন কসবা উপজেলা শাখার আয়োজিত শ্রমিক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আতাউর রহমান সরকার বলেন, “৫ আগস্টের পর থেকে চাঁদাবাজির মাত্রা বেড়ে গেছে। এই অন্যায় বন্ধে প্রশাসন ও সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। এদেশের মানুষের মুক্তির জন্য ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা দৃঢ় ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।”
উপজেলা সভাপতি জামাল মিয়ার সভাপতিত্বে ও শ্রমিক নেতা শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, পৌর আমির হারুন অর রশিদ, উপজেলা নায়েবে আমির শিবলী নোমানী। বক্তব্য রাখেন শামিম রেজা ও হুমায়ুন কবির প্রমুখ।
সমাবেশ শেষে একটি প্রচার মিছিল কসবা পুরাতন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার টি আলী কলেজ গেইটে গিয়ে শেষ হয়।
কেকে/এআর