ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে গাঁজা সেবন করে ব্যাটারিচালিত ইজিবাইক চালকের বাড়িতে ব্যাটারি চুরি করতে এসে এলাকাবাসীর হাতে ধরা পড়ে মো. অন্তর মিয়া।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেয়।
আঠারবাড়ী ইউনিয়নের গলকুন্ডা গ্রামের জসিম উদ্দিনের ছেলে অন্তর মিয়া (২৪)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করে আটক চোরকে ১ মাসের কারাদণ্ড ও পঞ্চাশ টাকা জরিমানা করেন।
গত ১৩ অক্টোবর রাত ৩টার দিকে অন্তর মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রাজিবপুর গ্রামে ইজিবাইক চালক মুজিবুর রহমানের বাড়িতে তার ইজিবাইকের ব্যাটারি চুরি করতে এসে ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তরের কারণে অতিষ্ঠ পাশেপাশের কয়েক গ্রামের মানুষ। সে সামনে যা পায় তাই চুরি করে নিয়ে যায়।
বিষয়টি অন্তরের পরিবারকে একাধিকবার অবগত করলেও কোন সুফল পায়নি এলাকাবাসী। বরং দিনদিন আরও বেপরোয়া হয়ে উঠে অন্তর। পরে এলাকাবাসী সিদ্ধান্ত নেয় পরবর্তী সময়ে চুরি করতে আসলেই অন্তরকে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিবেন।
এরই সূত্রধরে সোমবার রাতে চুরি করতে আসলে ধরা পড়ে অন্তর। পরে তাকে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেয় স্থানীয়রা।
অন্তর এর আগেও চুরির কারণে ১০-১২ বার জেলও খেটেছে ।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে আমরা অন্তরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসি। এলাকাবাসী অন্তরের প্রতি ক্ষিপ্ত ছিল। পরিস্থিতি সামাল দিতে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সানজিদা রহমান বলেন, অন্তর মাদক সেবন করে চুরি করতে আসলে জনগণ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫)ধারা মোতাবেক ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
কেকে/বি