বুধবার, ১৫ অক্টোবর ২০২৫,
৩০ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
শিরোনাম: পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি অবিচল অঙ্গীকার : মহাপরিচালক      বিকাশ-নগদ-রকেটের মধ্যে টাকা লেনদেনের খরচ কত হবে      বুধবারের উল্লেখযোগ্য সংবাদ      দেশের ক্রিকেটে ঐতিহাসিক সিদ্ধান্ত, পুরুষদের সমান ভাতা পাবেন নারীরা      পিরোজপুরে আ. লীগ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ      তিন গোয়েন্দার লেখক রকিব হাসান আর নেই      অক্টোবরেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা      
দেশজুড়ে
গাঁজা সেবন করে চুরি, ভ্রাম্যমাণ আদালতে জেল
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১:৫০ পিএম আপডেট: ১৫.১০.২০২৫ ১:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে গাঁজা সেবন করে ব্যাটারিচালিত ইজিবাইক চালকের বাড়িতে ব্যাটারি চুরি করতে এসে এলাকাবাসীর হাতে ধরা পড়ে মো. অন্তর মিয়া। 

এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেয়।

আঠারবাড়ী ইউনিয়নের গলকুন্ডা গ্রামের জসিম উদ্দিনের ছেলে অন্তর মিয়া (২৪)। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করে আটক চোরকে ১ মাসের কারাদণ্ড ও পঞ্চাশ টাকা জরিমানা করেন। 

গত ১৩ অক্টোবর রাত ৩টার দিকে অন্তর মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রাজিবপুর গ্রামে ইজিবাইক চালক মুজিবুর রহমানের বাড়িতে তার ইজিবাইকের ব্যাটারি চুরি করতে এসে ধরা পড়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তরের কারণে অতিষ্ঠ পাশেপাশের কয়েক গ্রামের মানুষ। সে সামনে যা পায় তাই চুরি করে নিয়ে যায়। 

বিষয়টি অন্তরের পরিবারকে একাধিকবার অবগত করলেও কোন সুফল পায়নি এলাকাবাসী। বরং দিনদিন আরও বেপরোয়া হয়ে উঠে অন্তর। পরে এলাকাবাসী সিদ্ধান্ত নেয় পরবর্তী সময়ে চুরি করতে আসলেই অন্তরকে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিবেন। 

এরই সূত্রধরে সোমবার রাতে চুরি করতে আসলে ধরা পড়ে অন্তর। পরে তাকে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেয় স্থানীয়রা। 

অন্তর এর আগেও চুরির কারণে ১০-১২ বার জেলও খেটেছে ।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে আমরা অন্তরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসি। এলাকাবাসী অন্তরের প্রতি ক্ষিপ্ত ছিল। পরিস্থিতি সামাল দিতে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সানজিদা রহমান বলেন, অন্তর মাদক সেবন করে চুরি করতে আসলে জনগণ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫)ধারা মোতাবেক ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কেকে/বি

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সুন্দরগঞ্জে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কাপাসিয়ায় দুই ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ
পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি অবিচল অঙ্গীকার : মহাপরিচালক
দেড় লাখে রিয়ালের বদলে মিলল ভিম সাবান!
বিকাশ-নগদ-রকেটের মধ্যে টাকা লেনদেনের খরচ কত হবে

সর্বাধিক পঠিত

নোয়াখালী বিভাগ বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
রিপন মিয়াকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল এলাকাবাসী
ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, নীরব প্রশাসন
হেরিংবন সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৬ গ্রামের শিক্ষার্থী
প্রান্তিক কৃষকদের মাঝে শাকসবজির বীজ ও সার বিতরণ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close