বুধবার, ১৫ অক্টোবর ২০২৫,
৩০ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
শিরোনাম: রাকসু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ আগামীকাল      পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষকরা, সড়কে যান চলাচল বন্ধ      ‘জার্মানি থেকে অমোচনীয় কালি আনা হয়, মুছে যাওয়ার সুযোগই নেই’      চতুর্থ দিনেও চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন      দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা      নির্বাচন ঠেকাতে আরেকটি এক-এগারোর পাঁয়তারা      দীর্ঘ ৩৫ বছর পর আজ চাকসু নির্বাচন      
দেশজুড়ে
জলাবদ্ধতায় কেশবপুরে অনাবাদি পড়ে থাকছে ১৯ হাজার বিঘা জমি
সিদ্দিকুর রহমান, কেশবপুর (যশোর)
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১:৪১ পিএম
অনাবাদি পড়ে থাকা জমি। ছবি : প্রতিনিধি

অনাবাদি পড়ে থাকা জমি। ছবি : প্রতিনিধি

আগাম বৃষ্টিপাতের প্রভাবে জলাবদ্ধতায় যশোরের কেশবপুরে নিন্মাঞ্চল প্লাবিত হওয়ায় চলতি আমন মওসুমে আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ফলে কৃষকরা প্রায় ১৯ হাজার বিঘা জমিতে আমন আবাদ করতে ব্যর্থ হয়ে ১২ হাজার মেট্রিকটন ধান উৎপাদন থেকে বঞ্চিত হয়।

অপরদিকে, গনে গনে বৃষ্টিপাত হওয়ায় অপেক্ষাকৃত উঁচু জমির আমন ধানে এবার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। 

উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি বছর এ উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৭১ হাজার ৬২৫ বিঘা জমি। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩৬ হাজার ৫৫০ মেট্রিকটন। যার বর্তমান বাজার মূল্য নির্ধারন করা হয় ১৩১ কোটি ৫৮ লাখ টাকা। কিন্তু চলতি আমন মওসুম শুরুর আগেই আগাম মৌসুমী বায়ুর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়। 

অপরিকল্পিত মাছের ঘের, নদীর নাব্যতা না থাকাসহ মানবসৃষ্ট জলাবদ্ধতায় উপজেলাব্যাপী নিন্মাঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। ফলে কৃষকরা নিন্মাঞ্চলের বিলগুলোতে আমন আবাদ করতে ব্যর্থ হয়। এছাড়া, কৃষকরা যে বীজতলা তৈরি করেছিল তাও আগাম বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। লক্ষ্যমাত্রা অর্জিত না হয়ে মাত্র ৫৩ হাজার ৭০০ বিঘা জমিতে ধান আবাদ হয়। জলাবদ্ধতায় ১৭ হাজার ৯২৫ বিঘা জমিতে আমন আবাদ করতে ব্যর্থ হয়। যার বর্তমান বাজার মূল্য ৪৩ কোটি ২ লাখ টাকা।

উপজেলার বাগদা গ্রামের কৃষক আব্দুল জলিল মোড়ল, হাবিবুর রহমান হবি, সাবদিয়া গ্রামের কৃষক লিয়াকত হোসেন খোকা জানান, তিনি বুড়িভদ্রা নদীর চরে ৩ বিঘা জমিতে আমন ধান আবাদের জন্যে বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু আগাম বৃষ্টিতে বুড়িভদ্রা নদী প্লাবিত হওয়ায় বীজতলাসহ অন্যান্য ফসল নষ্ট হয়ে যায়। পানি বেশি হওয়ায় আমনও চাষ করতে ব্যর্থ হন। 

মজিদপুর গ্রামের কৃষক আবু বকর ও বাউশলা গ্রামের কৃষক আব্দুল আহাদ বলেন, আমন মওসুমে তারা প্রতি বছর ৩/৪ বিঘা করে জমিতে ধান আবাদ করেন। আগাম বৃষ্টিতে বিল প্লাবিত হওয়ায় কোনো ধান রোপণ করতে পারেননি। মঙ্গলকোট গ্রামের কৃষক আব্দুল করিম বলেন, প্রতিবছর আগাম বৃষ্টি হলেও পানি সরে যায়। কিন্তু এ বছর অপরিকল্পিত মাছের ঘের ও নদীর নাব্যতার অভাবে বিলের পানি নিষ্কাশন হয়নি। এ মানব সৃষ্ট বন্যায় নিন্মিাঞ্চল প্লাবিত হওয়ায় বিল পতিত জমিতে পরিনত হয়। এমনই দৃশ্য চোখে পড়ে বাগদা বিল।

মজিদপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল আলম জানান, এলাকার মজিদপুর, বাগদা, দেউলী, হিজলতলাসহ অধিকাংশ এলাকার নিন্মাঞ্চলের বিলগুলো জলাবদ্ধ হয়ে পড়ে। যে কারণে এসব বিলে কৃষকরা আমন ধানের আবাদ করতে পারেনি। তবে ঘন ঘন বৃষ্টিপাত হওয়ায় এবার উঁচু জমির আমন ধান ভালো হয়েছে।         

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, আগাম বৃষ্টি ও পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতায় নিন্মাঞ্চলের বিলগুলোতে আমন আবাদ না হওয়ায় এবার লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। যে কারণে কৃষকরা লক্ষ্যমাত্রার চেয়ে ১১ হাজার ৯৫০ মেট্রিকটন ধান উৎপাদন থেকে বঞ্চিত হয়। তবে উঁচু জমির ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রাকসু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ আগামীকাল
গঙ্গাচড়ায় হাত ধোয়া দিবস পালিত
বান্দরবানে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
সুন্দরগঞ্জে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত
পিআরসহ পাঁচ দফা দাবিতে নওগাঁয় জামায়াতের মানববন্ধন

সর্বাধিক পঠিত

স্বর্ণের ঊর্ধ্বগতি থামছেই না, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৬ হাজার টাকায়
নির্বাচন ঠেকাতে আরেকটি এক-এগারোর পাঁয়তারা
নেত্রকোণা-৩ আসনে আলোচনায় রোটারিয়ান নাজমুল
বান্দরবানে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close