‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী ময়নুল হোসাইন।
আরও বক্তব্য দেন—উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জামান চয়ন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসনিম খুসবি সরকার প্রমুখ।
এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই