বাংলাদেশের তরুণরা সারাবিশ্বের তরুণদের পথ দেখাচ্ছে বলে উল্লেখ করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি পটুয়াখালীতে একটি সংক্ষিপ্ত পথসভায় অংশগ্রহণকালে এমন কথা বলেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এই পথসভা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে নুরুল হক নুর বলেন, আজকে বিশ্বের বিভিন্ন দেশে তরুণরা আন্দোলন করে স্বৈরাচার সরকারের পতন ঘটাচ্ছে। এইসব স্বৈরাচার সরকারের পতন ঘটছে তরুণদের আন্দোলনের ফলে। বাংলাদেশের তরুণরা এখন সারাবিশ্বে পথ দেখাচ্ছে।
বক্তব্যে নুর আরও বলেন, আমার উপর বিগত সময়ে হামলা হয়েছে এবং সর্বশেষ ঢাকায় কিছু বিপথগামী সেনাসদস্যদের হাতে মারধরের স্বীকার হই। এইসকল কর্মকান্ডের জন্য বর্তমান সরকারের উপর মানুষের আস্থা দিনে দিনে কমে যাচ্ছে ।
পথসভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে নুরুল হক নুর সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পটুয়াখালীর স্থানীয় নেতাকর্মীদের সাথে সাংগঠনিক বিষয়েও আলোচনা করেন।
পথসভা শেষে তিনি পটুয়াখালী থেকে গলাচিপা ও দশমিনার উদ্দেশ্যে রওনা দেন, সেখানে তিনি আরও কয়েকটি জনসংযোগ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
কেকে/বি