সাভারে ডিবি পুলিশ পরিচয়ে একটি তৈরি পোশাক কারখানার ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৯ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৩ অক্টোবর) রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ডেলিকেট গার্মেন্টসের ২৫ লাখ টাকা সাভারের তুরাগ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করা ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলে মামলাটির তদন্ত শুরু করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাতে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করা হয়। এসময় ২৫ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা, ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- শহিদুল ইসলাম, সুমন মিয়া, সিদ্দিকুর রহমান (ইদ্রিস), আফজাল হোসেন (উজ্জ্বল), মামুন আহমেদ (মিন্টু), মেহেদী হাসান, শামীম আহমেদ (সবুজ), শাহাদাৎ ও ফরাদ হোসেন। এদের মধ্যে শহিদুল ইসলামকে ডাকাত চক্রের সরদার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, এই গ্রুপের বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সাত দিনের রিমান্ডের আবেদন করে দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ডাকাতি হওয়া বাকি ২০ লাখ টাকা উদ্ধারে ডিবি পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।
কেকে/ এমএস