আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি সাইদুল মোল্ল্যাকে (৩৮) গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
রোববার (১২ অক্টোবর) সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত সাইদুল মোল্ল্যা টঙ্গাবাড়ি এলাকার সিরাজ মাষ্টারের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য মাহবুব উল্লাহ সরকার বলেন, সকালে টঙ্গাবাড়ি এলাকা থেকে ছাত্র-জনতা হত্যার ৩টি মামলার আসামি সাইদুল মোল্ল্যাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ৩টি ছাত্র হত্যা মামলার আসামি সাইদুল মোল্লা দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কেকে/ এমএস