চিন্তার চাষ ক্ষুদে গবেষক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী নীলসাগর আদর্শ বিদ্যাপিঠের (নীলসাগর ক্যাডেট একাডেমি) নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ফারহান শাহরিয়ার মাহী।
শনিবার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তার গবেষণার বিষয় ছিল ‘নীল চাষের পতনের কারণ ও সম্ভাবনা’।
মো. ফারহান শাহরিয়ার মাহী জেলা সদরের চওড়া ইউনিয়নের লতিবাড়ি গ্রামের মো. ইবনে মিজান ও ফারজানা আকতার দম্পত্তির ছেলে। তার বাবা এবং মা মাদ্রাসায় শিক্ষকতা করেন। এক ভাই এক বোনের মধ্যে মো. ফারহান মাহী বড়।
তার সফলায় অভিন্দন জানিয়েছেন নীলসাগার গ্রুপের চেয়ারম্যান প্রেকৌশলী আহসান হাবীব লেলিন, নীলসাগর আদর্শ বিদ্যাপিঠের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনসহ সকল শিক্ষকবৃন্দ।
কেকে/এজে