শনিবার (১১ অক্টোবর) বিকালে উপজেলা সদর আড়পাড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জাতীয় নির্বাচন উপলক্ষে শালিখা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এ সমাবেশের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে সমাবেশে এমবি বাকের আরও বলেন, ‘এই জমিন আল্লাহর, তাই এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। মনে রাখবেন, আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।’
‘আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.) বলেছেন, ‘‘শ্রমিকরা আল্লহর
বন্ধু, তাদেরকে যথার্থ সম্মান দিতে হবে।’’ বিশ্ব নবী যেহেতু শ্রমিকদের
সম্মান দিয়েছেন, তাই আমরাও শ্রমিকদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে চাই।’’
শালিকা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল মেধার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মশিউর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা শাখার সভাপতি ইব্রাহিম বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার নায়েবে আমির মাহাবুবুর রহমান, মাগুরা জেলা পৌর আমির আশরাফুল আলম, শালিখা উপজেলা শাখার আমির আফসার আলী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের শালিখা উপজেলা শাখার সভাপতি ওসমান গনি আল সাইফি।
বক্তব্য দেন মাগুরা জেলার সাবেক আমির কবির হেসাইন, মাগুরা জেলা ছাত্র শিবিরের সভাপতি আমিন উদ্দীন আশিক, শালিখা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।
সমাবেশ শালিখা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভ্যান চালক, ইজি বাইক চালক, টাইলস মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রং মিস্ত্রিসহ হাজার হাজার শ্রমিক উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এবারের মার্কা, দাঁড়িপাল্লা মার্কসহ নানা স্লোগানে একটি মিছিল বের করা হয়। মিছিলটি আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল থেকে শুরু হয়ে আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।