দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় আরিফুল ইসলাম (৩২) নামে সাজাপ্রাপ্ত এক আসামী ভুয়া কাগজপত্রের মাধ্যমে জেল হাজত থেকে জামীনে বের হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি দিনাজপুর জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
আরিফুল ইসলামের বাড়ি পার্বতীপুর পৌর শহরের অ্যামেরিকান ক্যাম্পে।
জানা গেছে, তিন মাস আগে মাদক বিক্রির অভিযোগে পার্বতীপুরে পুলিশের হাতে আটক হয় অভিযুক্ত আরিফুল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। হাজতে থাকাকালীন জামিনের জন্য আরিফুল পক্ষে ২০ হাজার টাকায় আইনজীবী নিয়োগ করা হয়। তিন মাস পার হলেও জামিন না হওয়ায় বিকল্প পথে চেষ্টা শুরু করেন আরিফ। এ সময় দিনাজপুর জেলা কারাগারের রক্ষী নাজমুল হোসেনের সাথে আরিফুলের যোগাযোগ হয়। একপর্যায়ে ৫০ হাজার টাকায় জামিন করালে গত ৩০ সেপ্টেম্বর কারামুক্ত হয়ে তার আইনজীবীর কাছে দেওয়া টাকা ফেরত চেয়ে আত্মগোপনে চলে যায়।
বিষয়টি সন্দেহ হলে নিয়োগকৃত আইনজীবী আদালতে খবর নিলে ভুয়া কাগজের মাধ্যমে জামিনের বিষয়টি প্রকাশ পায়। ঘটনাটি জানাজানি হলে নড়চেড় বসেন জেলা কারাগার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে আদালত ও কারাগারে খোঁজ নিলে জাল কাগজ দিয়ে কারারক্ষী নাজমুলের মাধ্যমে আরিফুলের জামিনের বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। পরে পার্বতীপুর মডেল থানা পুলিশ চিরুনী অভিযান চালিয়ে গত বুধবার (৮ অক্টোবর) আরিফুলকে আটকের পর তাকে প্রশাসনের হেফাজতে নেয়া হয়। এ সময় আরিফুল ঘটনা স্বীকার করলে অভিযুক্ত নাজমুল নামে ওই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের জেল সুপার মতিয়ার রহমান বলেন, ‘অভিযুক্ত কারারক্ষী নাজমুল হোসেনকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/ এমএ