বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন বলেছেন, “বিএনপি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। দলটি এককভাবে নয়, বরং সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সরকার গঠন করতে আগ্রহী।”
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে বাউফলের বগা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় মুনির হোসেন আরও বলেন, “বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশকে লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং দেশের সব সেক্টর ধ্বংস করে দিয়েছে। ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি।”
তিনি বলেন, “বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়। ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্রকাঠামো গঠন করে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।”
এ জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল গনি সিকদার ও সদস্য আবুল কালাম মৃধা।
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং বগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল সিকদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুর রহমান বাবুল মৃধা।
কেকে/বি