গাজীপুরে তালাকের জেরে সাবেক স্ত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছেন এক ব্যক্তি।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে মহানগরীর গাছা থানার শরীফপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সোহেলা খাতুন (৪০) শেরপুরের নকলা থানার মোমিনা কান্দা গ্রামের রিকশাভ্যান চালক কালু শেখের স্ত্রী ছিলেন। তিনি গাছার শরীফপুর এলাকার কবির ম্যানেজারের বাড়িতে ভাড়া থেকে ডেবুনিয়া গার্মেন্ট অপারেটর হিসাবে কাজ করতেন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে গত ৫ অক্টোবর সোহেলা খাতুন স্বামী কালু শেখকে (৪৫) তালাক দেন। এতে ক্ষুব্ধ হন কালু। শুক্রবার বিকালে পারিবারিকভাবে বিষয়টির সমাধান করার জন্য বসার কথা ছিল, তবে সোহেলা এতে রাজি ছিলেন না।
এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে বিকাল সাড়ে ৫টার দিকে শরীফপুর সড়কের ওপর প্রকাশ্যে সোহেলা খাতুনের গলায় ছুরিকাঘাত করেন কালু শেখ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কালু শেখ তেমন আয়-রোজগার করতেন না। স্ত্রীর বেতনের টাকায় ৩ সন্তান নিয়ে সংসার চলত। এরপরও প্রায়ই স্ত্রীর টাকা ছিনিয়ে নিতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার পর থেকে ঘাতক কালু শেখ পলাতক রয়েছেন।
ওসি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকারীকে গ্রেফতারে অভিযান চলছে।
কেকে/বি