নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয় জনগণের সঙ্গে ঈমানি ও রাজনৈতিক বন্ধন সুদৃঢ় করতে জুমার নামাজ আদায় ও মসজিদ উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী মো. আল মুজাহিদ মল্লিক।
শুক্রবার (১০ অক্টোবর) বারদী ইউনিয়নের সেনপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি মসজিদের উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এরপর তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রুবেল নিলয়ের বাসায় যান এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মো. আল মুজাহিদ মল্লিক বলেন, “জনগণের দোয়া ও ভালোবাসাই আমার মূল শক্তি। আমি ক্ষমতায় নয়, মানুষের পাশে থেকে সোনারগাঁওয়ের উন্নয়ন করতে চাই। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই আমার অগ্রাধিকার।”
স্থানীয় নেতাকর্মীরা তার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মসজিদ ও এলাকার উন্নয়নমূলক কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুশল বিনিময় করেন মসজিদ কমিটির সভাপতি, লন্ডন বিএনপির যুগ্ম সম্পাদক ও প্রয়াত বারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী নেহাল উদ্দিন মেম্বারের সুযোগ্য পুত্র কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও সোনারগাঁও উপজেলা যুবদল নেতা রুবেল নিলয়, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. ফারুক, মসজিদ কমিটির ক্যাশিয়ার ও বারদী ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম মিয়া, পরিবহন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াছিন এবং বারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মো. আলামীন।
কেকে/বি