নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বর্ণাঢ্য র্যালি, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে মতিহার থানার অক্ট্রয়মোড়ে অবস্থিত সংগঠনটির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মহানগরীর কাজলা ও তালাইমারী ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুবেরী মাঠে সাংবাদিকদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় রাজশাহী রিপোর্টার্স ইউনিটির বিজয়ী হয়।
আলোচনা সভায় রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগণী নীরো বলেন, প্রত্যেক বছরের মতো এ বছরও আমরা রাজশাহী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছি। অত্যন্ত আনন্দঘন পরিবেশে সকল সাংবাদিকরা খেলাধুলা ও আনন্দে মেতে উঠেছেন, যা এক ভিন্নধর্মী পরিবেশ তৈরি করেছে। আগামীতেও আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর ধারা অব্যাহত থাকবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু হেনা মোস্তফা জামান বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাংবাদিকতায় তথ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর ভোক্তা সবচেয়ে বেশি। তাই সাংবাদিকতার সম্ভাবনাও বিশাল। তবে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে। শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য ছোট বিষয়কে বড় করে দেখানো উচিত নয়। তিনি দেশের কল্যাণে ও পরিবেশ রক্ষায় সাংবাদিকদের সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী, সহ-সভাপতি কাওসার মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টনি, সাংগঠনিক সম্পাদক তাহাসীনুল আমীন রাহী, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন সম্রাট, প্রচার সম্পাদক মো. পারভেজ ইসলাম, এবং ক্রীড়া সম্পাদক মো. বিপুল হাসান, মাসুদ আলী পুলক, আহম্মদ মোস্তফা শিমুল, মোজাম্মেল হক রনি, আবির শেখ, মো. রানা, হৃদয় পারভেজ, মো. রবিউল ইসলাম, আতিকুর রহমান মুন্টু, রাজশাহীর সময় অফিসের দপ্তর সম্পাদক মো. মাসুম প্রমুখ।
কেকে/ আরআই