রোববার, ১২ অক্টোবর ২০২৫,
২৭ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১২ অক্টোবর ২০২৫
শিরোনাম: ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      মঙ্গলবার থেকে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা      নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা      অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিনিধি দল      
দেশজুড়ে
তানভীর হুদা
ফ্যাসিস্ট সরকার ১৭ বছর মানুষের ভোটাধিকার হরণ করেছে
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৮:৪৬ পিএম আপডেট: ১০.১০.২০২৫ ৮:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রোদ-বৃষ্টি কিংবা কোনো প্রতিকূলতাই বিএনপিকে দাবিয়ে রাখতে পারবে না। ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর মানুষের ভোটাধিকার হরণ করেছে, ডামি প্রার্থী দিয়ে ভোট ডাকাতি করেছে। এবার সেই সুযোগ নেই জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় আসবে, আর তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিপুর ভূঁইয়া বাড়িতে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি হচ্ছে সাধারণ মানুষের ভালোবাসার দল। মা-বোনদের শতকরা ৮০ থেকে ৯০ ভাগই ধানের শীষে ভোট দেন। তারা বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে এবং তারেক রহমানের ওপর আস্থা রেখে এবারের নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

তিনি আরও বলেন, ভোটাধিকারের জন্য বিএনপির লাখো নেতাকর্মী হামলা-মামলা, খুন-গুম ও কারাভোগসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন। তাদের ত্যাগের বিনিময়েই আজ জনগণ ভোটাধিকারের সুযোগ পেয়েছে। এখন সেই অধিকার প্রয়োগের সময় এসেছে।

তানভীর হুদা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার জিয়া পরিবারের ওপর যে পরিমাণ নির্যাতন চালিয়েছে, তা ইতিহাসে বিরল। গণতন্ত্রের মানসকন্যা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছে এবং সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছে।

তিনি আরও বলেন, ২০০৭ সালে মইনুদ্দিন-ফখরুলের আমলে তারেক রহমানের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে তাকে দেশান্তরী করা হয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে, কোটি কোটি মানুষের ভালোবাসা ও দোয়ার শক্তিতে তিনি আজ অক্ষত আছেন। তারেক রহমান এখন কেবল বাংলাদেশের নয়, বিশ্ব রাজনীতির নেতৃত্বে প্রশংসিত হচ্ছেন তাঁর দূরদর্শিতা, প্রজ্ঞা ও ভবিষ্যৎ ভাবনায়।

উঠান বৈঠকে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছমির আলী মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ আলম ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য দেন ঢাকা মহানগর তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির, ষাটনল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী খুকু, ঢাকা মহানগর শ্রমিক দলের সদস্য সোহেল প্রধান প্রমুখ।

এ সময়  উপস্থিত ছিলেন ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  ফ্যাসিস্ট সরকার   ভোটাধিকার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭
নবীনগরের কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে
২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের
সিলেটবাসী নাগরিক অধিকার থেকে বঞ্চিত : আরিফুল
নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল ও স্মারকলিপি

সর্বাধিক পঠিত

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে চরম দুর্নীতি ও অনিয়ম
রাজশাহীতে চার পরিবারকে হয়রানির অভিযোগ
রায়েরবাজারে দুই মাস ধরে অর্ধসমাপ্ত সাদেক খান সড়ক
মৌলভীবাজারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
গাজীপুরে টাইফ‌য়েড টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close